নয়া দিল্লি: যুদ্ধ বিধ্বস্ত ইজরায়েল থেকে উদ্ধার করে আনা হল আরও ভারতীয়দের। রবিবার ভোরে দেশের মাটি স্পর্শ করল ইজরায়েল ফেরত তৃতীয় বিমান। কেন্দ্রীয় সরকারের অপারেশন অজয়ের (Operation Ajay) অধীনেই ইজরায়েল (Israel) থেকে আরও ১৯৭ জন ভারতীয়কে বিশেষ চার্টার বিমানে দিল্লি(Delhi)-তে ফিরিয়ে আনা হল। এ দিন তাঁদের বিমানবন্দরে স্বাগত জানাতে যান কেন্দ্রীয় মন্ত্রী কৌশল কিশোর। বিশেষ বিমানে করে যারা ফিরে এসেছেন, তাদের হাতে ভারতের জাতীয় পতাকা তুলে দেন।
বুধবারই কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ইজরায়েলে আটকে থাকা ভারতীয়দের দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে অপারেশন অজয়ের ঘোষণা করেন। বৃহস্পতিবার প্রথম বিমানে ইজরায়েল থেকে দেশে ফেরেন ২১২ জন। এরপরে দ্বিতীয় বিমানে ২৩৫ জন ভারতীয়কে ইজরায়েল থেকে ফিরিয়ে আনা হয় শুক্রবার। রবিবার ভোরে আরও ১৯৭ জনকে ফিরিয়ে আনা হল ভারতে।
#WATCH | Delhi: Union Minister Kaushal Kishore receives the Indian nationals evacuated from Israel.
Third flight carrying 197 Indian nationals from Israel, arrived here. pic.twitter.com/3YQB09Leuu
— ANI (@ANI) October 14, 2023
আরও ২৭৪ জন ভারতীয়কে নিয়ে চতুর্থ বিমান শনিবারই রাত ১১টা ৪৫ মিনিটে তেল আভিভ থেকে দিল্লির উদ্দেশে রওনা দিয়েছে। এই নিয়ে মোট ৯১৮ জন ভারতীয়কে ফিরিয়ে আনা হল। ইজরায়েলে প্রায় ১৮ হাজার ভারতীয় রয়েছেন বলে বিদেশ মন্ত্রক সূত্রে খবর।
যুদ্ধবিধ্বস্ত ইজরায়েল থেকে সুরক্ষিতভাবে দেশে ফিরিয়ে আনার জন্য ভারত সরকারকে ধন্যবাদ দেন যাত্রীরা। সংবাদসংস্থা এএনআই-কে এক যাত্রী বলেন, “ভারত সরকারের কাছে আমরা কৃতজ্ঞ। যুদ্ধের মাঝে আটকে পড়ে আমরা খুব ভয় পাচ্ছিলাম। সরকার অপারেশন অজয়ের আয়োজন করে আমাদের ফিরিয়ে এনেছে। এর জন্য কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ।”
#WATCH | Chants of ‘Vande Mataram’ and ‘Bharat Mata Ki Jai’ by passengers on the third flight carrying 197 Indian nationals from Israel. The flight landed at Delhi airport today.
(Video Source: EAM Dr S Jaishankar’s Twitter handle) https://t.co/XgwmrCaNEa pic.twitter.com/Q0bBv9vmTO
— ANI (@ANI) October 14, 2023
উচ্চশিক্ষার জন্য় ইজরায়েলে যাওয়া প্রীতি শর্মাও রবিবার দিল্লিতে পা রেখে বলেন, “এটা (অপারেশন অজয়) সরকারের খুব ভাল উদ্যোগ। বিদেশমন্ত্রী জয়শঙ্করকে অনেক ধন্যবাদ জানাই। আমার মনে হয়, আমাদের থেকেও পরিবাররা অনেক বেশি খুশি এই কঠিন পরিস্থিতির মাঝে দেশে ফিরে আসায়।”
#WATCH | Delhi: Preeti Sharma, an Indian national who returned from Israel says, “I think it’s a very good initiative by the Government of India. And I would like to thank our Minister Jaishankar for this initiative. I think India was among the first countries which… pic.twitter.com/feWsYxJvj8
— ANI (@ANI) October 14, 2023
বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও বিমানে ১৯৭ জন ভারতীয়ের ভিডিয়ো পোস্ট করেন। ওই ভিডিয়োয় তাদের ভারত মাতা কি জয় এবং বন্দে মাতরম বলতে শোনা যায়।