Puri Jagannath Temple: ১ ফেব্রুয়ারি থেকেই বদলে যাচ্ছে পুরী মন্দিরে দর্শনের নিয়ম, অন্যথা হলেই…

ঈপ্সা চ্যাটার্জী |

Jan 20, 2025 | 2:25 PM

Puri Jagannath Temple: ওড়িশার পুরী জগন্নাথ মন্দিরে দূর-দূরান্ত থেকে প্রতিদিন লক্ষ লক্ষ পুণ্যার্থীরা আসেন জগন্নাথ দেব, বলরাম দেব ও সুভদ্রা দেবীকে দর্শন করতে।

Puri Jagannath Temple: ১ ফেব্রুয়ারি থেকেই বদলে যাচ্ছে পুরী মন্দিরে দর্শনের নিয়ম, অন্যথা হলেই...
পুরী জগন্নাথ মন্দির।
Image Credit source: PTI

Follow Us

ভুবনেশ্বর: পুরী মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম। ওড়িশার পুরী জগন্নাথ মন্দিরে দূর-দূরান্ত থেকে প্রতিদিন লক্ষ লক্ষ পুণ্যার্থীরা আসেন জগন্নাথ দেব, বলরাম দেব ও সুভদ্রা দেবীকে দর্শন করতে। তবে ১ ফেব্রুয়ারি থেকে পুরীর মন্দিরে বিগ্রহ দর্শনের নিয়ম বদলে দেওয়া হচ্ছে। কী এই নিয়ম?

পুরী মন্দির কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ১ ফেব্রুয়ারি থেকে পুরী মন্দিরে দর্শনের নিয়মে পরিবর্তন আনা হচ্ছে। এবার থেকে লাইন দিয়ে মন্দিরে প্রবেশ করতে হবে। মোট ৬টি লাইন থাকবে পুরীর জগন্নাথ মন্দিরে। এই লাইন মেনেই মন্দিরে ঢুকতে হবে পুণ্যার্থীদের।

জানা গিয়েছে, মোট ৬টি লাইনের ব্যবস্থা করা হবে। একটি লাইন থাকবে মহিলা ও শিশুদের জন্য। একটি লাইন থাকবে বিশেষভাবে সক্ষমদের জন্য। আরেকটি লাইন হবে প্রবীণ নাগরিকদের জন্য। বাকি তিনটি লাইন হবে পুরুষদের জন্য। মন্দিরের প্রবেশপথ থেকেই এই লাইন তৈরি করা হবে। সেই লাইন মেনেই মন্দিরে প্রবেশ করতে হবে। প্রতিটি লাইন ব্যারিকেড দিয়ে আলাদা করা থাকবে। মন্দিরে পুজো সেরে বেরনোর সময়ও এই লাইন মানতে হবে।

মন্দির কর্তৃপক্ষের তরফে আরও জানা গিয়েছে, মন্দিরের ভিতরে নয়, নাটমন্দিরের একটি উঁচু জায়গা থেকে বিগ্রহ দর্শন করা যাবে।

Next Article