দেশ: করোনা (Corona) সংক্রমণ নিয়ে ফের সতর্ক করল কেন্দ্র। করোনার তৃতীয় ঢেউ (Third Wave) নিয়ে ইতিমধ্যে দেশের মানুষকে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। এরই মধ্যে শুক্রবার কেন্দ্রের তরফে ফের সতর্কবাণী, আগামী ১২৫ দিন সঙ্কটপূর্ণ হতে চলেছে। তাছাড়া হার্ড ইমিউনিটিতে পৌঁছতেও ঢের দেরি ভারতের।
শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সাংবাদিক সম্মেলনে নীতি আয়োগ (স্বাস্থ্য) সদস্য ভিকে পালের কথায়, “আমাদের করোনা সংক্রমণ রুখতেই হবে। ঠিকমতো করোনা বিধি মানলে সেটা সম্ভবও। তবে করোনাভাইরাসের বিরুদ্ধে হার্ড ইমিউনিটিতে আমরা এখনও পৌঁছইনি। আবার বাড়তে পারে সংক্রমণ। কিন্তু আমাদের এবার থামাতেই হবে। আগামী ১২৫ দিন কিন্তু খুবই সঙ্কটপূর্ণ হতে চলেছে।”
কেন্দ্রের দেওয়া তথ্য বলছে, শুকর্বার পর্যন্ত দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ছাড়িয়েছে ৪ লক্ষ ৩০ হাজার। নতুন করে সংক্রামিত হয়েছেন ৩৮ হাজার ৯৪৯ জন। তবে হার্ড ইমিউনিটি আসতে আরও দেরি বলে দাবি নীতি আয়োগ সদস্য (স্বাস্থ্য) ভিকে যাদবের। তিনি জানান, বিশ্বের একাধিক দেশে করোনা পরিস্থিতি সঙ্কটময় পরিস্থিতির দিকে যাচ্ছে। বিশ্ব এখন করোনার তৃতীয় ঢেউয়ের দিকে এগোচ্ছে। আর এই পরিস্থিতিতে দেশের স্বাস্থ্য পরিকাঠামো আরও উন্নত করার দিকেও জোর দেন ভিকে পাল। বলেন, “বিশ্ব স্বাস্থ্য সংস্থা সব দেশকে সতর্ক করেছে। আমাদের সেখান থেকে শিখতে হবে। প্রধানমন্ত্রীও অন্যান্য দেশে তৃতীয় ঢেউয়ের সতর্কবার্তার কথা শুনিয়েছেন।”
হার্ড ইমিউনিটি কী?
বলে রাখা প্রয়োজন, যখন কোনও বিশাল এলাকায় কোনও নির্দিষ্ট সংক্রামক রোগের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়ে যায়, তাকে বলা হয় হার্ড ইমিউনিটি (Herd Immunity)। সেটা আসতে পারে টিকাকরণের মাধ্যমে কিংবা প্রাকৃতিক ভাবেও। হার্ড ইমিউনিটি তৈরি হলে সংক্রমণের ঝুঁকি কমে। করোনা ভাইরাসের ক্ষেত্রে হার্ড ইমিউনিটি তৈরি হতে কতদিন লাগবে তা এখনই বলতে পারছেন না বিশেষজ্ঞরা। তাঁরা এটুকু জানাচ্ছেন যে, ৭০ শতাংশের বেশি মানুষের মধ্যে ইমিউনিটি তৈরি হলে করোনা রোখা সম্ভব হবে। আরও পড়ুন: বাকি নেই আর কেউ, ১৮৯ গ্রামের সকলেই পেয়েছেন করোনা টিকা