নয়া দিল্লি: দেশজুড়ে ইতিমধ্যেই করোনা (COVID) টিককরণের ‘ড্রাই রান’ সম্পন্ন হয়েছে। তার ভিত্তিতেই কেন্দ্র জানিয়েছে, ১৩ জানুয়ারি টিকাকরণ শুরু করতে প্রস্তুত দেশ। তবে সূত্রের খবর, টিকাকরণ শুরুর আগে ফের আগামী শুক্রবার আরও একবার ‘ড্রাই রান’ হবে গোটা দেশ জুড়ে। সেই ‘ড্রাই রান’ চলবে দেশের ৭১৮ টি জেলায়। এমনই খবর প্রকাশিত হয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যমে।
এর আগে ২ জানুয়ারি সমগ্র দেশে ‘ড্রাই রান’ হয়েছিল। যেখানে পরিবহণ থেকে রেজিস্ট্রেশন, প্রত্যেকটি নিয়ম খতিয়ে দেখা হয়েছিল। শুক্রবার ফের আরও একবার চূড়ান্ত পর্বে মিলিয়ে নেওয়া হবে প্রত্যেকটি পদ্ধতি। কোউইন অ্যাপের মাধ্যমে তথ্য সংগ্রহ করে হবে টিকাকরণ। তাই আগামী শুক্রবার কোউইনের তথ্যের উপর ভিত্তি করেই ‘ড্রাই রান’ হবে বিভিন্ন সেশান সাইটে।
দেশে ৩ জানুয়ারি ডিসিজিআইর অনুমোদন পেয়েছে সেরামের তৈরি অক্সফোর্ড ভ্যাকসিন কোভিশিল্ড ও ভারত বায়োটেকের তৈরি কোভ্যাকসিন। গত মঙ্গলবার সারা দেশে মসৃণভাবে করোনা টিকা বিতরণের শপথ নিয়েছেন ভারত বায়োটেক প্রধান কৃষ্ণা এল্লা ও সেরাম কর্তা আদর পুনাওয়ালা। তবে দুই প্রতিষেধকের ক্ষেত্রে আপদকালীন অনুমোদন হলেও কোভ্যাকসিন প্রাপকদের ট্রায়ালের অংশ হিসাবেই ধরা হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী।
আরও পড়ুন: আসন্ন বিধানসভা নির্বাচনে পর্যবেক্ষক তালিকা প্রকাশ কংগ্রেসের, রাজ্যের দায়িত্বে তিন নেতা
দেশে প্রথম পর্বে করোনা টিকা পাবেন ৩০ কোটি ভারতীয়। যাদের মধ্যে প্রথম গুরুত্ব দেওয়া হবে স্বাস্থ্যকর্মীদের, তারপর সামনের সারির যোদ্ধা ও গুরুতর আক্রান্ত বয়স্করা টিকা পাবেন। দেশে করোনা টিকা নেওয়া বাধ্যতামূলক নয়। তবে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক বারবার প্রতিষেধক নেওয়ার আর্জি জানিয়েছে। আম জনতাকে টিকা পেতে হলে রেজিস্ট্রেশন করতে হবে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, দেশের সবাই বিনামূল্যেই পাবেন করোনা প্রতিষেধক।