Anmol Bishnoi: নজরে এবার লরেন্স বিষ্ণোইয়ের ভাই আনমোল! মুঠি শক্ত করল এনআইএ

Oct 25, 2024 | 12:56 PM

NIA bounty for Anmol Bishnoi: গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ভাই, আনমোল বিষ্ণোইয়ের বিরুদ্ধে জোরদার অভিযানে নামল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি। তাকে ধরিয়ে দিলে বা তাকে গ্রেফতার করার মতো তথ্য দিলে ১০ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে বলে, শুক্রবার (২৫ অক্টোবর) ঘোষণা করল এনআইএ।

Anmol Bishnoi: নজরে এবার লরেন্স বিষ্ণোইয়ের ভাই আনমোল! মুঠি শক্ত করল এনআইএ
এনআইএ-র নজরে আনমোল বিষ্ণোই
Image Credit source: TV9 Bangla

Follow Us

নয়া দিল্লি: গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ভাই, আনমোল বিষ্ণোইয়ের বিরুদ্ধে জোরদার অভিযানে নামল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি। তাকে ধরিয়ে দিলে বা তাকে গ্রেফতার করার মতো তথ্য দিলে ১০ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে বলে, শুক্রবার (২৫ অক্টোবর) ঘোষণা করল এনআইএ। বিদেশে বসে আনমোলই লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং চালায় বলে অভিযোগ রয়েছে।

সিধু মুসেওয়ালা এবং বাবা সিদ্দিকি হত্যা মামলা-সহ বেশ কয়েকটি অপরাধের সঙ্গে নাম জড়িয়েছে তার। বলিউড অভিনেতা সলমন খানের বাড়ির বাইরে গুলি চালানোর জন্য যে বন্দুকধারীকে আটক করা হয়েছিল, সেও জানিয়েছিল আনমোল বিষ্ণোই তাকে এই কাজের ভার দিয়েছিল। ২০২২ সালে নথিভুক্ত দুটি মামলায় তার বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে এনআইএ।

কর্তৃপক্ষ অনমোল বিষ্ণোইয়ের অবস্থান সম্পর্কে যে কাউকে তথ্য দেওয়ার জন্য অনুরোধ করছে। সংগঠিত অপরাধ নির্মূল করা এবং তাদের কার্যক্রমের তদন্তে আনমোলকে ধরাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে এনআইএ। এর আগে গত জানুয়ারিতে, পঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, উত্তর প্রদেশ, দিল্লি এবং চণ্ডীগড়ের ৩২টি স্থানে অভিযান চালিয়ে দুটি পিস্তল, গোলাবারুদ এবং ৪.৬০ লক্ষ টাকার নগদ উদ্ধার করেছিল। তার প্রায় নয় মাস পর, এই ঘোষণা করল এনআইএ।

লরেন্স বিষ্ণোই এবং গোল্ডি ব্রার-সহ তার সহযোগীদের পরিচালিত এই অপরাধ সিন্ডিকেট দেশীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে মাফিয়া-ধাঁচের নেটওয়ার্ক স্থাপন করেছে বলে মনে করা হচ্ছে। এই অপরাধমূলক নেটওয়ার্কগুলি পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালা, সন্ত্রাসবাদে অর্থায়ন এবং অস্ত্র চোরাচালান-সহ সেলিব্রিটিদের হত্যার মতো গুরুতর অপরাধের সঙ্গে যুক্ত।

Next Article