Saigal Hossain: ED-CBI পর NIA গেল তিহাড়ে, গরু নয় কোন মামলায় জিজ্ঞাসাবাদ কেষ্টর ‘বডিগার্ডকে’?

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Dec 18, 2023 | 2:48 PM

Saigal Hossain: উল্লেখ্য, ২০২২ সালে মহম্মদবাজারে তল্লাশি চালিয়ে একটি গাড়ি থেকে ৮১ হাজার ডিটোনেটর উদ্ধার করে কলকাতা পুলিশের এসটিএফ। আটক হন গাড়ির চালক। তাঁকে জিজ্ঞাসাবাদ করে ২৭ হাজার কেজি অ্যামোনিয়াম নাইট্রেট, ১ হাজার ৯২৫ কেজির মতো জিলেটিন স্টিক ও আরও ২ হাজার ৩২৫টি ডিটোনেটর উদ্ধার হয়।

Saigal Hossain: ED-CBI পর NIA গেল তিহাড়ে, গরু নয় কোন মামলায় জিজ্ঞাসাবাদ কেষ্টর বডিগার্ডকে?
সায়গল হোসেন।
Image Credit source: TV9Bangla

Follow Us

দিল্লি: আপাতত তিহাড়ে বন্দি অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেন। সে মামলা চলছে। তবে গরুপাচারকাণ্ডে সিবিআই-ইডি-র পর এবার জেলবন্দি সায়গল হোসেনকে এনআইএ-র জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হল। বীরভূমের মহম্মদ বাজারে জিলেটিন স্টিক উদ্ধারকাণ্ডে সায়গলকে জিজ্ঞাসাবাদ করলেন এনআইএ আধিকারিকরা।

উল্লেখ্য, ২০২২ সালে মহম্মদবাজারে তল্লাশি চালিয়ে একটি গাড়ি থেকে ৮১ হাজার ডিটোনেটর উদ্ধার করে কলকাতা পুলিশের এসটিএফ। আটক হন গাড়ির চালক। তাঁকে জিজ্ঞাসাবাদ করে ২৭ হাজার কেজি অ্যামোনিয়াম নাইট্রেট, ১ হাজার ৯২৫ কেজির মতো জিলেটিন স্টিক ও আরও ২ হাজার ৩২৫টি ডিটোনেটর উদ্ধার হয়। বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় তদন্তভার হাতে যায় এনআইএ-র। তদন্তে নেমে গ্রেফতার হন এক যুবক। আরও কয়েকজনকেও গ্রেফতার করেন গোয়েন্দারা।

এবার তদন্তকারীদের নজরে সায়গল হোসেন। সূত্রের খবর, দু’দিন ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছে সায়গলকে। তাঁর বয়ান রেকর্ড করা হয়েছে। এবং এই মামলায় অন্য অভিযুক্তদের সঙ্গে সায়গলের বয়ান মিলিয়ে দেখা হচ্ছে। জানা গিয়েছে, এনআইএ মূলত জানতে চাইছে বিস্ফোরকের এই কারবারিদের সঙ্গে সায়গলের কোনও যোগ ছিল না। আগে গরুপাচার মামলায় ইডি-সিবিআই এর নজরে ছিল সায়গল এবার এনআইএ-র নজরে থাকায় কেষ্টর দেহরক্ষীর বিপদ কি আরও বাড়ছে?

Next Article