NIA Raid: কাশ্মীর থেকে তিহাড় জেল যোগ, বড় সন্ত্রাসবাদের ছক বানচাল করতে দেশজুড়ে তল্লাশি অভিযান NIA-র

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Mar 13, 2023 | 8:16 AM

ISKP: সম্প্রতিই দিল্লির ওখলা থেকে জাহনসিব সামি ওয়ানি ও তাঁর স্ত্রী হিনা বসির বেগ নামক এক কাশ্মীরী দম্পতিকে গ্রেফতার করে দিল্লি পুলিশের স্পেশাল সেল।

NIA Raid: কাশ্মীর থেকে তিহাড় জেল যোগ, বড় সন্ত্রাসবাদের ছক বানচাল করতে দেশজুড়ে তল্লাশি অভিযান NIA-র
ফাইল চিত্র

Follow Us

নয়া দিল্লি: দেশের অন্দরেই সন্ত্রাসের জাল পাতছে ইসলামিক স্টেট খোরাসান প্রভিন্স (Islamic State-Khorasan Province) বা আইএসকেপি (ISKP)। গোপন সূত্রে এই খবর পেয়েই দেশজুড়ে তল্লাশি অভিযান চালাল জাতীয় তদন্তকারী সংস্থা(National Investigation Agency)। শনিবার মধ্য প্রদেশ (Madhya Pradesh) ও মহারাষ্ট্রের (Maharashtra) একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালায় এনআইএ(NIA)। রবিবার এনআইএ-র তরফে বিবৃতি জারি করে এই তল্লাশি অভিযানের কথা জানানো হল। জানা গিয়েছে, মধ্য প্রদেশের সেওনির চারটি জায়গা ও মহারাষ্ট্রের পুণের দুটি জায়গায় তল্লাশি অভিযান চালায় এনআইএ। সন্দেহভাজন দুই ব্যক্তির বাড়িতেও তল্লাশি চালানো হয়।

এনআইএ সূত্রে জানানো হয়েছে, দেশজুড়ে আইএসকেপির গতিবিধি ও সন্ত্রাসবাদ ছড়ানোর প্রচেষ্টার তথ্য জানতে পেরেই শনিবার মধ্য প্রদেশ ও মহারাষ্ট্রের একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালানো হয়। পুণেতে তালহা খান ও মধ্য প্রদেশের সেওনিতে আক্রম খান নামক দুইজন সন্দেহভাজন ব্যক্তির বাড়িতেও তল্লাশি চালান এআইএ-র আধিকারিকরা।

জানা গিয়েছে, সম্প্রতিই দিল্লির ওখলা থেকে জাহনসিব সামি ওয়ানি ও তাঁর স্ত্রী হিনা বসির বেগ নামক এক কাশ্মীরী দম্পতিকে গ্রেফতার করে দিল্লি পুলিশের স্পেশাল সেল। তদন্তে জানা যায়, ওই দম্পতি আইএসকেপি-র সদস্য। এরপরে তদন্তে আরও জানা যায়, আবদুল্লাহ বাসিথ নামক আরও এক ব্য়ক্তি আইএসকেপি-র সঙ্গে যুক্ত। এনআইএ-র তদন্তাধীন অন্য একটি মামলায় বর্তমানে তিহাড় জেলে বন্দি ওই ব্যক্তি।

এরপরই এনআইএ-র হাতে গোটা ঘটনার তদন্তভার তুলে দেওয়া হয়। শনিবার তালহা খান ও আক্রম খান নামক দুই সন্দেহভাজন ব্যক্তির বাড়িতে তল্লাশি অভিযান চালায় এনআইএ। পাশাপাশি আব্দুল আজিজ সালাফি ও শেওব খান নামক অপর দুই সন্দেহভাজন ব্য়ক্তির বাড়িতেও তল্লাশি চালানো হয়। একইসঙ্গে শিবমোগা মামলার তদন্তেও তল্লাশি চালাচ্ছে এনআইএ, এমনটাই জানা গিয়েছে।

এনআইএ সূত্রে খবর, এই সন্ত্রাসবাদী সংগঠনকে ক্রিপ্টোকারেন্সির মাধ্য়মে বিদেশ থেকে আর্থিক মদত দেওয়া হত।

Next Article