কোয়েম্বাটোর: মহা শিবরাত্রি (Maha Shiv Ratri) উপলক্ষে শনিবার থেকে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ইশা যোগ সেন্টারে(Isha Yoga Centre)। শনিবার কোয়েম্বাটেরে ইশা যোগ সেন্টারে সন্ধে ৬টা থেকে মহা শিবরাত্রি অনুষ্ঠান শুরু হয়। আজ রবিবার, ১৯ ফেব্রুয়ারি ভোর ৬টায় এই অনুষ্ঠান শেষ হয়। রাতভর এই উদযাপনে অংশ নিয়েছিলেন সদগুরু জাগ্গি বাসুদেব(Sadhguru Jaggi Vasudeva)। সদগুরুর সন্নিধিতে দেশ-বিদেশ থেকে আসা হাজার হাজার মানুষও সামিল হয়েছিলেন। এবারের শিবরাত্রিতে এই প্রথম মাটির তৈরি দীপ অর্পণ করা হয় যোগেশ্বর লিঙ্গে।
ইশা যোগ সেন্টারের তরফে আয়োজিত শিবরাত্রির অনুষ্ঠানে এবারের থিম ছিল “দ্য গ্রেট নাইট অব শিব”। ভক্তদের জন্য অনলাইন ও অফলাইন-দুই মাধ্যমেই যোগ দেওয়ার সুযোগ তৈরি করা হয়েছিল। এছাড়া বেঙ্গালুরুর সদগুরুর সন্নিধি থেকে গোটা অনুষ্ঠানের লাইভ স্ট্রিমিং করা হয়। এই অনুষ্ঠানে অংশ নেওয়ার রেজিস্ট্রেশন লিঙ্ক হল https://isha.sadhguru.org/us/en.
এই প্রথমবার বেঙ্গালুরুর সদগুরুর সন্নিধিতে প্রতিষ্ঠিত যোগেশ্বর লিঙ্গে দীপ অর্পণম বা মাটির প্রদীপ অর্পণ করার সুযোগ পাচ্ছেন ভক্তরা। শনিবার ভোর ৬টা থেকে এই প্রদীপ অর্পণ শুরু করা হয়েছে, রবিবার রাত ৮টা অবধি প্রদীপ অর্পণ করা যাবে। দেশের সমস্ত মানুষকে এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে ইশা যোগ সেন্টারের তরফে।
On this auspicious night of Mahashivratri, hope you are staying connected with us! Keep celebrating, keep tweeting, #ShivaShivaAllNight pic.twitter.com/znUBzaHT0b
— Isha Foundation (@ishafoundation) February 18, 2023
টিভি নাইন নেটওয়ার্কের এমডি ও সিইও বরুণ দাসও সম্প্রতি সদগুরুর সঙ্গে মহা শিবরাত্রির উদযাপন নিয়ে আলোচনা করেন।নিউজ় নাইন প্লাসে ‘ডুয়োলগ উইথ বরুণ দাস’ অনুষ্ঠানে তিনি আধ্যাত্মিকতার বিভিন্ন দিক তুলে ধরেন। টিভি নাইন নেটওয়ার্কের এমডি ও সিইও বরুণ দাসের সঙ্গে সদগুরুর এই গোটা সাক্ষাৎকার মোট তিনটি পর্ব রয়েছে। গোটা সাক্ষাৎকারই আপনারা দেখতে পেয়ে যাবেন নিউজ় নাইন প্লাস অ্যাপে (news9plus.onelink.me/gGJb/szjfzwft )। নিউজ় নাইন প্লাস হল বিশ্বের প্রথম খবরের ওটিটি প্লাটফর্ম।