নয়া দিল্লি : কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার মামলায় সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। কলকাতা হাইকোর্টেই মামলা ফেরানো হল। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে ছিল সেই মামলার শুনানি। গাড়িতে হামলা ও মারধরের অভিযোগে কতগুলি এফআইআর করা হয়েছে, সেই তথ্য এদিন আদালতে পেশ করা হয়। শীর্ষ আদালতের নির্দেশ, আপাতত রাজ্য পুলিশ ওই মামলায় তদন্ত করবে। পরবর্তীতে সিবিআই তদন্তের প্রয়োজনীয়তা আছে কি না, তা হাইকোর্ট ঠিক করবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। ওই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের তৎকালীন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টে যায় রাজ্য।
বুধবার শীর্ষ আদালতে রাজ্যের পক্ষে সওয়াল করেন অভিষেক মনু সিংভি। আদালতে উল্লেখ করা হয়, ওই ঘটনায় দুই পক্ষের তরফ থেকে মোট ৩০টি এফআইআর হয়।
গত ২৫ ফেব্রুয়ারি কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার অভিযোগ ওঠে। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানিয়েছিলেন তিনি। এই ঘটনায় রাজ্য সরকারের পক্ষের বক্তব্য ছিল, তৃণমূলের সমর্থকরা নয়, বিজেপির সমর্থকরা প্ররোচণা দিয়েছিল। আর সেই কারণেই নাকি হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়েছিল। সেই মামলায় ঘটনার পিছনে কোনও গভীর ষড়যন্ত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখতে হবে বলে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। এবার হাইকোর্টের সেই নির্দেশ খারিজ হয়ে গেল সুপ্রিম কোর্টে। এই প্রসঙ্গে তৃণমূল সাংসদ শান্তনু সেন বলেন, ‘এই রায়কে আমরা স্বাগত জানাচ্ছি। সিবিআই-এর নিরাপত্তা নিয়ে আগেও প্রশ্ন উঠেছে বারবার।’