নয়াদিল্লি: কেন্দ্রীয় সরকারেরল বিভিন্ন দফতরে নবনিযুক্ত প্রায় ৭১ হাজার জনের হাতে নিয়োগ পত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রোজগার মেলায় ভিডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমে যোগ দেন প্রধানমন্ত্রী। নব নিযুক্ত চাকরি প্রার্থীদের উদ্দেশে ভাষণও দিয়েছেন তিনি। এই যাদের হাতে চাকরির নিয়োগ পত্র তুলে দেওয়া হল, তাঁরা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দফতরে চাকরি পেয়েছেন। প্রধানমন্ত্রীর অফিসের তরফে জানানো হয়েছে, ৭১ হাজার চাকরি প্রাপক ট্রেন ম্যানেজার, স্টেশন ম্যানেজার, সিনিয়র কমার্সিয়াল কাম টিকিট ক্লার্ক, ইনস্পেক্টর, সাব ইনস্পেক্টর, কনস্টেবল, স্টেনোগ্রাফার, জুনিয়র অ্যাকাউন্টট্যান্ট, পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, ইনকাম ট্যাক্স ইনস্পেক্টর, জুনিয়র ইঞ্জিনিয়ার, অ্যাসিট্যান্ট প্রফেসর, টিচার, লাইব্রেরিয়ান, নার্স, প্রবেশনারি অফিসার, পার্সনাল অ্যাসিস্ট্যান্ট সহ অন্যান্য পদে চাকরি পেয়েছেন।
রোজগার মেলার এই অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, “বন্দর সেক্টরের উন্নতি হচ্ছে। স্বাস্থ্য সেক্টর কর্মসংস্থানের অন্যতম ক্ষেত্র হয়ে উঠছে। প্রত্যেক পরিকাঠামো সেক্টর কাজের সুযোগ তৈরি করছে। গ্রামীণ এলাকায় চাষের কাজেও ফার্ম মেকানিজ বাড়ছে।” গত কয়েক বছরে দেশে বিমানবন্দরের সংখ্যা বৃদ্ধির বিষয়টি নিয়েও বলেছেন মোদী। তিনি বলেছেন, “২০১৪ সাল অবধি দেশে ৭৪টি বিমানবন্দর ছিল। এখন দেশে ১৪৮টি বিমানবন্দর রয়েছে। এর জেরে কাজের সুযোগও বেড়েছে।”
যে ৭১ হাজার নিয়োগ পত্র পেলেন, তাঁরা দেশের বিভিন্ন প্রান্তে উপস্থিত হয়েছিলেন। কেন্দ্রের বিভিন্ন মন্ত্রক বিভিন্ন এলাকায় সেই অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। সেখানেই উপস্থিত ছিলেন সেই সব দফতরে চাকরি প্রাপকরা। পশ্চিম রেলের রোজগার মেলা অনুষ্ঠান আয়োজিত হয়েছিল আমমেদাবাদে, ভদোদরায়, রাজকোটে ও রতলামে। সেখানে ৪ হাজার ৩৬০ জনের হাতে নিয়োগ পত্র তুলে দেওয়া হয়েছে। রাজকোটে উপস্থিত হয়েছিলেন কেন্দ্রীয় মৎস্যমন্ত্রী পুরষোত্তম রুপালা। সেখানে ১৯০ জন চাকরি প্রাপক উপস্থিত ছিলেন।