অ-লাভজনক হাসপাতালগুলোর খবর কি মানুষ রাখে? রিপোর্ট প্রকাশ করল নীতি আয়োগ

Jun 29, 2021 | 3:18 PM

Niti Ayog: দেশে এমন অনেক হাসপাতাল আছে যারা সরকারি সাহায্যের ওপর ভিত্তি করে পরিষেবা দেয়, লাভের আশা না করেই। কিন্তু সেই সব হাসপাতাল সম্পর্ক সঠিক তথ্য নেই মানুষের কাছে।

অ-লাভজনক হাসপাতালগুলোর খবর কি মানুষ রাখে? রিপোর্ট প্রকাশ করল নীতি আয়োগ
প্রতীকি ছবি

Follow Us

নয়া দিল্লি: অতিমারি পরিস্থিতিতে দেশের স্বাস্থ্য ব্যবস্থাকেই সবথেকে বেশি গুরুত্ব দিচ্ছে সরকার। কোভিডে চিকিৎসার বিপুল খরচের জেরবার হয়ে পড়ছে সাধারণ মানুষ। কিন্তু ভারতে এমন অনেক হাসপাতাল রয়েছে যে গুলি যথাযথ চিকিৎসা পরিষেবা দিলেও লাভের আশা করে না। কিন্তু উপযুক্ত তথ্যের অভাবে সে সব অ-লাভজনক হাসপাতালগুলি লোকচক্ষুর আড়ালে থেকে যাচ্ছে। তাই সাধারণের কথা মাথায় রেখে সেই সব হাসপাতালগুলিকে নিয়ে উদ্যোগী হল কেন্দ্র। ওই হাসপাতালগুলিতকে যাতে সঠিকভাবে চিহ্নিত করে সাধারণ মানুষকে চিকিৎসার সুযোগ করে দেওয়া যায় সেই জন্যই এক বিশেষ রিপোর্ট প্রকাশ করল নীতি আয়োগ। মঙ্গলবার এই রিপোর্ট প্রকাশ করেছেন নীতি আয়োগের সদস্য ড. ভিকে পাল।

এ দিন সিইও অমিতাভ কান্ত ও স্বাস্থ্য মন্ত্রকের অতিরিক্ত সচিব রাকেশ সারোয়ালের উপস্থিতিতে এই রিপোর্ট প্রকাশ করেছেন ভিকে পাল। গতকালই দেশের স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়নে ৫০ হাজার কোটি বরাদ্দ করার কথা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সে কথা উল্লেখ করে এ দিন ভিকে পাল বলেন, এর ফলে অ-লাভজনক হাসপাতালগুলির সুবিধা হবে। এক বিশেষ সমীক্ষা চালিয়ে নীতি আয়োগের তরফ থেকে যে রিপোর্ট প্রকাশ করা হয়েছে, তাতে মালিকানা ও পরিষেবার ভিত্তিতে ওই ধরনের হাসপাতালগুলিকে চিহ্নিত করা হয়েছে।

আরও পড়ুন: ‘খাদ্যের অধিকারের কথা বলা আছে সংবিধানে’, অবিলম্বে এক দেশ, এক রেশন কার্ড চালুর নির্দেশ সুপ্রিম কোর্টের

ওই রিপোর্টে উল্লেখ করা হয়েছে, দেশে এমন অনেক হাসপাতাল আছে যারা সরকারি সাহায্য ও অনুদানের নির্ভর করে পরিষেবা দেয়। ওই সব প্রতিষ্ঠান লাভের জন্য চিকিৎসা পরিষেবা দেয় না। ড. ভিকে পাল জানিয়েছেন লাভজনক হাসপাতালগুলি সম্পর্কে অনেক তথ্য পাওয়া যায়, ফলে মানুষ সহজেই অবগত হতে পারে। কিন্তু, অ-লাভজনক হাসপাতালগুলি সম্পর্কে বিশ্বাসযোগ্য তথ্য পাওয়া যায় না। আর সেই ফাঁকটুকুই পূরণ করতে এই বিশেষ রিপোর্ট। ওই সব হাসপাতালে চিকিৎসার সুযোগ মিললে মানুষের সুবিধা হবে বলেই মনে করছে কেন্দ্র।

Next Article