GPS based Toll: জিপিএসের মাধ্যমে টোল নেওয়া হবে টোলপ্লাজায়, ঘোষণা মন্ত্রীর

Feb 11, 2024 | 1:22 PM

ফাস্টট্যাগের সঙ্গেই জিপিএস নির্ভর এই ব্যবস্থা চালুর কথা জানিয়েছেন। পাইলট প্রকল্প হিসাবে তা প্রথমে চালু করা হবে বলে জানিয়েছেন মন্ত্রী। তার পর পুরোদমে তা চালুর পরিকল্পনা করছে কেন্দ্র। মন্ত্রী জানিয়েছেন, হাইওয়েতে ট্রাফিক জ্যাম কমাতেই এই নতুন পদ্ধতির কথা ভাবা হচ্ছে। সেই সঙ্গে এই পদ্ধতিতে টোল আদায় আরও বাড়বে বলে আশা।

GPS based Toll: জিপিএসের মাধ্যমে টোল নেওয়া হবে টোলপ্লাজায়, ঘোষণা মন্ত্রীর
টোল প্লাজা
Image Credit source: Twitter

Follow Us

নয়াদিল্লি: জিপিএস নির্ভর টোল ব্যবস্থা আনতে চাইছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়কড়ী এ কথা জানিয়েছেন। বর্তমানে দেশের হাইওয়েতে টোলপ্লাজার যে ব্যবস্থা আছে, তার বদলে জিপিএস নির্ভর টোল আদায় পদ্ধতি আনার কথা জানিয়েছেন তিনি। এই বছরের মধ্যেই এই পরিবর্তন আনার পরিকল্পনা রয়েছে সরকারের। এপ্রিল থেকেই এ বিষয়ে কাজ শুরুর ইঙ্গিত দিয়েছেন মন্ত্রী।

ফাস্টট্যাগের সঙ্গেই জিপিএস নির্ভর এই ব্যবস্থা চালুর কথা জানিয়েছেন। পাইলট প্রকল্প হিসাবে তা প্রথমে চালু করা হবে বলে জানিয়েছেন মন্ত্রী। তার পর পুরোদমে তা চালুর পরিকল্পনা করছে কেন্দ্র। মন্ত্রী জানিয়েছেন, হাইওয়েতে ট্রাফিক জ্যাম কমাতেই এই নতুন পদ্ধতির কথা ভাবা হচ্ছে। সেই সঙ্গে এই পদ্ধতিতে টোল আদায় আরও বাড়বে বলে আশা। গড়কড়ী জানিয়েছেন, ন্যাশনাল হাইওয়ে অথোরিটি অব ইন্ডিয়ার বর্তমান রেভিনিউ ৪০ হাজার কোটি টাকা। আগামী ২-৩ বছরের মধ্যে তা ১.৪০ লক্ষ কোটি টাকা হবে বলে আশা।

নতুন টোল আদায় ব্যবস্থা নিয়ে গড়কড়ী বলেছেন, “সরকার নতুন প্রযুক্তির বিষয়ে আগ্রহী। জিপিএস নির্ভর টোল ব্যবস্থা গোটা দেশে চালু করতে চায়। আগামী কয়েক মাসের মধ্যেই নতুন প্রযুক্তি আসবে।” প্রসঙ্গত, ২০১৮ সালে হাইওয়ের টোলপ্লাজায় কোনও গাড়ির গড় অপেক্ষার সময় ছিল ৮ মিনিট। ফাস্টট্যাগ পদ্ধতি আসার পর তাতে প্রভূত উন্নতি হয়। ফাস্টট্যাগ আসার পর টোলপ্লাজায় গাড়ির অপেক্ষার সময় কমে হয়েছে ৪৭ সেকেন্ড। জিপিএস নির্ভর পদ্ধতি চালু হলে আগামী দিনে তা আরও কমবে বলে আশা সরকারের।

Next Article