নয়া দিল্লি: শেষ বাজেট অধিবেশন। লোকসভা নির্বাচনে আগে এটাই শেষ অধিবেশন ছিল এটা। নির্বাচনের সুর বেঁধে দেওয়া হয়েছে এই অধিবেশন থেকে। এদিকে, সংসদ অধিবেশন শেষ হতেই কোমর বেঁধে ভোট প্রচারে নেমে পড়ল বিজেপি। প্রথমেই নজর দক্ষিণের উপরে। আজ তামিলনাড়ু এবং কর্নাটক সফরে যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।
গত বছরেই কর্নাটকে বিধানসভা নির্বাচন ছিল। সেখানে বিজেপির পাশা উল্টে দিয়ে ক্ষমতায় এসেছে কংগ্রেস। অন্যদিকে, সম্প্রতিই তেলঙ্গানা বিধানসভা নির্বাচনেও বিআরএস-কে সরিয়ে ক্ষমতা দখল করেছে কংগ্রেস। তামিলনাডুতেও এডিএএমকে-র সঙ্গে জোট বাঁধলেও, হারতেই হয়েছে বিজেপিকে। তামিলনাড়ুর ৩৯টি আসনের মধ্যে ৩৮ টি আসনেই জিতে নিয়েছিল ডিএমকে-কংগ্রেস, বাম জোট। এআইএডিএমকে-র শক্তি ক্ষয়ে অস্তিত্বহীন হয়ে পড়ে বিজেপিও। কেরল বরাবরই বাম ও বিরোধী ইউডিএফের মধ্যেই লড়াই হয়। দক্ষিণের রাজ্যগুলির মধ্য়ে একমাত্র কর্নাটকই বিজেপির জেতা রাজ্য ছিল। গত বছর তাও হাতছাড়া হয়েছে। সেই হিসাবে বলতে গেলে, বিজেপির কাছে গলার কাঁটা দক্ষিণ ভারত।
লোকসভা নির্বাচনের আগে এই কাঁটা উগরাতেই জোরকদমে প্রচারে নামছে বিজেপি। সূত্রের খবর, দলীয় কর্মসূচিতে যোগ দেওয়ার পাশাপাশি এআইএডিএমকে নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসতে পারেন জেপি নাড্ডা। এআইএডিএমকের সমর্থন নিশ্চিত করে এনডিএ-র আসন সংখ্যা বাড়াতে মরিয়া বিজেপি।
অন্যদিকে, কর্নাটক বিধানসভা নির্বাচনে হারের পর কিছুটা ব্যাকফুটে পদ্ম শিবির। পুরনো জমি পুনরুদ্ধার করতে মরিয়া অমিত শাহ। আজ দিনভর সাংগঠনিক বৈঠক এবং দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করবেন তিনি।