Nitish Kumar: লোকসভা ভোট এগিয়ে আসতে পারে, মমতার মন্তব্যে সমর্থন জানিয়ে বললেন নীতীশ

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Aug 29, 2023 | 10:24 PM

Loksabha Election: মুম্বইয়ে ইন্ডিয়া-র বৈঠকে আরও অনেক দল জোটে যোগদান করবে বলে আগেই জানিয়েছিলেন নীতীশ কুমার। এদিন সেকথার উল্লেখ করে তিনি আরও বলেন, "৩১ অগস্ট ও ১ সেপ্টেম্বর মুম্বইয়ে বৈঠকের পর বিরোধী জোট ইন্ডিয়া আরও শক্তিশালী হবে।"

Nitish Kumar: লোকসভা ভোট এগিয়ে আসতে পারে, মমতার মন্তব্যে সমর্থন জানিয়ে বললেন নীতীশ
নীতীশ কুমার ও মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল ছবি।
Image Credit source: ANI

Follow Us

পটনা: বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুর-ই শোনা গেল এবার নীতীশ কুমারের গলায়। লোকসভা নির্বাচন এগিয়ে আসতে পারে বলে মঙ্গলবার সাংবাদিকদের কাছে জানালেন বিহারের মুখ্যমন্ত্রী। বিরোধীরা একজোট হওয়ায় বিজেপি ভোটে আরও বেশি ক্ষতি হওয়ার আশঙ্কা করছে বলেও দাবি জেডি(ইউ) প্রধানের (Nitish Kumar)। একইসঙ্গে তাঁর দাবি, মুম্বইয়ে ইন্ডিয়া (INDIA)-র আসন্ন বৈঠকের পর জোট আরও শক্তিশালী হবে।

লোকসভা নির্বাচন এগিয়ে আসতে পারে বলে সোমবারই আশঙ্কা প্রকাশ করেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, চলতি বছরের ডিসেম্বরে অথবা জানুয়ারিতে লোকসভা ভোট হতে পারে। এদিন বাংলার মুখ্যমন্ত্রীর এই মন্তব্যে সিলমোহর দিলেন বিহারের মুখ্যমন্ত্রী।

ঠিক কী বলছেন নীতীশ কুমার?
মঙ্গলবার নালন্দা মুক্ত বিশ্ববিদ্যালয়ের নতুন ভবনের দ্বারোদ্ঘাটন অনুষ্ঠানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে লোকসভা নির্বাচনের সময় নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডি(ইউ) প্রধান নীতীশ কুমার। তিনি বলেন, “আমি ৭-৮ মাস ধরেই বলছি যে, কেন্দ্রের এনডিএ সরকার লোকসভা ভোট আগে করাতে পারে। বিরোধীরা এর কারণ, একজোট হওয়ায় বিজেপি আরও ক্ষতি হওয়ার ভয় পাচ্ছে।”

তবে ভোট আগে হোক বা পরে হোক, কেন্দ্রের বিজেপি সরকারকে উৎখাত করতে এদিন ফের সমস্ত বিরোধীদের একজোট হওয়ার বার্তা দেন জেডি(ইউ) প্রধান। তিনি বলেন, “যাই হোক, লোকসভা নির্বাচনে বিজেপিকে পরাজিত করতে সমস্ত বিরোধী দলকে যৌথভাবে এগিয়ে আসতে হবে।” বিরোধী জোটে পদ বা নিজের ভবিষ্যৎ নিয়ে কোনও ভাবনা নেই বলে এদিন ফের স্পষ্ট করে দেন নীতীশ কুমার। তাঁর কথায়, “আমি আবার বলছি যে, আমার ব্যক্তিগত কোনও লক্ষ্য নেই, নিজের জন্য আমার কোনও ইচ্ছা নেই। আমার কেবল ইচ্ছা, নির্বাচনের আগে অধিক সংখ্যক রাজনৈতিক দল (অবিজেপি দল) একজোট হোক।”

মুম্বইয়ে ইন্ডিয়া-র বৈঠকে আরও অনেক দল জোটে যোগদান করবে বলে আগেই জানিয়েছিলেন নীতীশ কুমার। এদিন সেকথার উল্লেখ করে তিনি আরও বলেন, ৩১ অগস্ট ও ১ সেপ্টেম্বর মুম্বইয়ে বৈঠকের পর বিরোধী জোট ইন্ডিয়া আরও শক্তিশালী হবে।

Next Article