AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Nitish Kumar: ‘এতদিন চুপ ছিলাম আমি’, ইস্তফা দিয়েই বোমা ফাটালেন নীতীশ

Nitish Kumar Resigns: ইস্তফা দেওয়ার পর এ দিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে নীতীশ কুমার বলেন, "আমি মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছি। এই সরকার ভেঙে দেওয়ার জন্যও আবেদন জানিয়েছি রাজ্যপালকে। সবকিছু ঠিক চলছিল না, তাই ইস্তফা দিলাম। আমি এতদিন চুপ ছিলাম, চারিদিকে দেখছিলাম। সবার মত গ্রহণ করেই ইস্তফা দিয়েছি।"

Nitish Kumar: 'এতদিন চুপ ছিলাম আমি', ইস্তফা দিয়েই বোমা ফাটালেন নীতীশ
রাজ্যপালের হাতে ইস্তফা তুলে দিলেন নীতীশ কুমার।Image Credit: ANI
| Updated on: Jan 28, 2024 | 2:34 PM
Share

পটনা: বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন নীতীশ কুমার। রবিবার সকালে তিনি রাজভবনে গিয়ে রাজ্যপাল রাজেন্দ্র আরলেকরের হাতে ইস্তফাপত্র তুলে দেন। ইস্তফা দেওয়ার পরই রাজভবন থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নীতীশ কুমার বলেন, “সবকিছু ঠিক যাচ্ছিল না, তাই মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলাম।”

চলতি সপ্তাহের গোড়া থেকেই জল্পনা শোনা যাচ্ছিল যে মহাগঠবন্ধন জোট ছেড়ে বেরিয়ে যাবেন নীতীশ কুমার। ফের এনডিএ-তেই যোগ দেবেন জেডিইউ প্রধান। সেই জল্পনাকে সত্যি করেই আজ মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন নীতীশ কুমার। রবিবার সকালেই তিনি দলের পরিষদীয় বৈঠকে বসেছিলেন জেডিইউ নেতা। সকলের সঙ্গে কথা বলার পর ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। রাজভবনে গিয়ে ইস্তফা দেন মুখ্যমন্ত্রী পদ থেকে।

ইস্তফা দেওয়ার পর এ দিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে নীতীশ কুমার বলেন, “আমি মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছি। এই সরকার ভেঙে দেওয়ার জন্যও আবেদন জানিয়েছি রাজ্যপালকে। সবকিছু ঠিক চলছিল না, তাই ইস্তফা দিলাম। আমি এতদিন চুপ ছিলাম, চারিদিকে দেখছিলাম। সবার মত গ্রহণ করেই ইস্তফা দিয়েছি। পুরনো গঠবন্ধন ভেঙে নয়া জোটে যাব। বিগত দেড় বছর ধরে যে জোট ছিল, তা আমার সঠিক বলে মনে হয়নি। যেভাবে অভিযোগ আসছিল, তা জনগণের খারাপ লাগছিল। সেই কারণেই এই সিদ্ধান্ত নিলাম।”

তিনি আরও বলেন, “আমি জোটকে সফল করানোর অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু কোনও ফল মেলেনি।”