Nitish Kumar on Hooch Tragedy: ‘পিয়োগে তো মরোগে’, ছাপরার বিষমদ কাণ্ডে ক্ষতিপূরণ না দেওয়ার সিদ্ধান্ত নীতীশের

Nitish Kumar on Hooch Tragedy: বিহারের সরণ জেলায় বিষমদ খেয়ে মৃত ৩৯ জন। এই ঘটনায় মৃতের পরিবারদের কোনও ক্ষতিপূরণ না দেওয়ার কথা জানিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।

Nitish Kumar on Hooch Tragedy: 'পিয়োগে তো মরোগে', ছাপরার বিষমদ কাণ্ডে ক্ষতিপূরণ না দেওয়ার সিদ্ধান্ত নীতীশের
ছবি সৌজন্যে: ANI
Follow Us:
| Edited By: | Updated on: Dec 15, 2022 | 4:39 PM

পাটনা: ফের বিহারে বিষমদের বলি একাধিক। বুধবার বিষমদ খেয়ে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে বিহারের সরণ জেলায়। এই ঘটনায় বৃহস্পতিবার মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯। এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বহু। এই ঘটনার পর ফের একবার প্রশ্ন উঠেছে বিহারের মতো ড্রাই স্টেটে কী করে মদ আসছে? এই নিয়ে উত্তালও হয়েছে বিহারের বিধানসভা। মদের উপর সরকারের এই ব্যর্থ নিষেধাজ্ঞা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। এই আবহেই নীতীশ কুমার বলেন, ‘পিয়োগে তো মরোগে’ (মদ খেলেই মারা যাবেন)।

গতকাল বিষ মদ খেয়ে বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েন বিহারের ছাপরাতে। অসুস্থদের সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিকভাবে ২১ জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও তা বেড়ে দাঁড়িয়েছে ৩৯। এই নিয়ে বিহার বিধানসভায় হই-হট্টগোল করেন বিরোধীরা। সরকারের মদে নিষেধাজ্ঞা নিয়ে প্রশ্নও তোলা হয়। এবার বিহারের মুখ্যমন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরেধীদের এই প্রশ্নের উত্তরে বলেন,’যখন মদ্যপানে কোনও নিষেধাজ্ঞা ছিল না মানুষ বিষ মদ পান করে মারা যেতেন। মানুষকে সচেতন থাকতে হবে। যেহেতু এখানে মদ্যপান নিষিদ্ধ তাই ভেজাল মদ বিক্রির প্রবণতা দেখা যাবে। সেই কারণে মানুষের মৃত্যু হবে। মদ খারাপ জিনিস। তা পান করা উচিত নয়।’

এদিকে প্রশ্ন ওঠে, এই বিষমদ কাণ্ডে ৩৯ জনের কাছাকাছি মানুষের মৃত্যু হয়েছে। তাহলে সরকারের তরফে তাঁদের কোনও ক্ষতিপূরণ দেওয়ার সম্ভাবনা রয়েছে কি না। তবে ছাপরা বিষমদ কাণ্ডে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন নীতীশ। তিনি বলেন, ‘শেষবার যখন বিষমদ কাণ্ডে কারোর মৃত্যু হয়েছিল সেই সময় তাঁদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার কথা বলেছিলেন কয়েকজন। কেউ মদ্যপান করেন তাঁরা মারা যাবেন। এবং তার উদাহরণ আমাদের চোখের সামনেই রয়েছে। সমবেদনা জানাই।’ তিনি এদিন আরও বলেছেন, ‘আমি পুলিশ অফিসারদের বলেছি, তাঁরা যেন দরিদ্রদের না ধরেন। যারা রাজ্যে মদ তৈরি করছে এবং এর ব্যবসা চালাচ্ছে তাদের গ্রেফতার করা উচিত। বিহার সরকার তাদের আবার কাজ শুরুর জন্য ১ লক্ষ টাকা দিতে প্রস্তুত। দরকার পড়লে আমরা এই টাকার পরিমাণও বাড়িয়ে দেব। তবে কারোর এই ব্যবসায় যুক্ত হওয়া উচিত নয়।’

প্রসঙ্গত, সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে, বিষমদ পানের জন্য বিহারের ছাপরায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩৯। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, বিহারে ২০১৬ সালের এপ্রিল মাস থেকে মদ্যপান নিষিদ্ধ করেছে নীতীশ কুমারের সরকার। এদিকে গতকাল বিহারের মন্ত্রী এসকে মহাশেঠ রাজ্যবাসীকে মদ্যপান থেকে দূরে থাকতে বলেন। তিনি বলেন, ‘সবথেকে সেরা হল মদ্যপান ছেড়ে দেওয়া।’