ভাঁড়ারে টান, দিল্লিতে কোভ্যাক্সিন পাবেন স্রেফ ৪৫ ঊর্ধ্বরাই

সুমন মহাপাত্র |

May 12, 2021 | 7:04 PM

মুখ্যমন্ত্রী কেজরীবালের সরকার জানিয়েছে, কোভ্যাক্সিনের যা ডোজ় আছে, তা দিয়ে প্রথম সারির যোদ্ধাদের দ্বিতীয় ডোজ় দিতে হবে।

ভাঁড়ারে টান, দিল্লিতে কোভ্যাক্সিন পাবেন স্রেফ ৪৫ ঊর্ধ্বরাই
ছবি- পিটিআই

Follow Us

নয়া দিল্লি: কোভ্যাক্সিনের (Covaxin) পর্যাপ্ত জোগান নেই। যা আছে তাতে মাত্র ৪ দিন চলবে। তাই ১৮ থেকে ৪৫ বছর বয়সীদের বৃহস্পতিবার থেকে আর কোভ্যাক্সিন দেবে না দিল্লি। স্রেফ ৪৫ ঊর্ধ্বরাই টিকা পাবেন। কোভিশিল্ড যা আছে তা দিয়েও মাত্র ৯দিন চলবে। তাই কেন্দ্রের কাছে টিকা প্রার্থনা কেজরীবাল সরকারের।

মুখ্যমন্ত্রী কেজরীবালের সরকার জানিয়েছে, কোভ্যাক্সিনের যা ডোজ় আছে, তা দিয়ে প্রথম সারির যোদ্ধাদের দ্বিতীয় ডোজ় দিতে হবে। করোনার দ্বিতীয় ঢেউয়ে বেসামাল দিল্লি। রাজধানীতে জারি কড়া লকডাউন। যা সোমবারই চতুর্থ সপ্তাহে প্রবেশ করেছে। এর মধ্যেই একাধিক হাসপাতালে অক্সিজেনের হাহাকার, যা সামলাতে রীতিমতো ভেঙে পড়েছে রাজধানীর স্বাস্থ্য পরিকাঠামো। লাগাতার সংক্রমণের জেরে সেখানকার হাল বেহাল।

বুধবারও সেখানে করোনা আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ২৮৭ জন। প্রাণ হারিয়েছেন ৩০০ জন। তবে পজিটিভিটি রেট ১৭ শতাংশের নীচে নেমেছে। করোনার দ্বিতী ঢেউয়ে সারা ভারত জুড়ে হু হু করে ছড়িয়েছে সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৪৮ হাজার ৪২১ জন। স্রেফ একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ৪ হাজার ২০৫ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ লক্ষ ৫৫ হাজার ৩৩৮ জন।

লাগাতার এই সংক্রমণের আতঙ্ক আশার আলো হয়ে এসেছে ভ্যাকসিন। দেশের হাতে এখন করোনা নিধনের তিন অস্ত্র। কিন্তু বিশ্বের ভ্যাকসিন হাব হয়েও টিকা সঙ্কটে ভুগছে ভারত। পর্যাপ্ত টিকার জোগান না থাকায় ব্যাহত হচ্ছে টিকাকরণ প্রক্রিয়া। মন্থর হচ্ছে গতি।

আরও পড়ুন: অনলাইন পোর্টাল ছাড়াও কেন্দ্রকে টিকাকরণে বিকল্প মাধ্যম তৈরির নির্দেশ হাইকোর্টের

Next Article