অনলাইন পোর্টাল ছাড়াও কেন্দ্রকে টিকাকরণে বিকল্প মাধ্যম তৈরির নির্দেশ হাইকোর্টের

কেন্দ্র ও উত্তর প্রদেশ সরকারকে অনলাইনের পাশাপাশি তাই পৃথক মাধ্যম তৈরির নির্দেশ দিল এলাহাবাদ হাইকোর্ট।

অনলাইন পোর্টাল ছাড়াও কেন্দ্রকে টিকাকরণে বিকল্প মাধ্যম তৈরির নির্দেশ হাইকোর্টের
ফাইল চিত্র
Follow Us:
| Updated on: May 12, 2021 | 6:45 PM

লখনউ: কেন্দ্র নির্ধারিত কো-উইন পোর্টালের (Co WIN Portal) মাধ্যমে টিকাকরণ প্রক্রিয়া চলছে গোটা দেশজুড়ে। কিন্তু যাঁরা ইন্টারনেট ব্যবহার করতে পারেন না, তাঁদের কি হবে? ১৮ থেকে ৪৫ বছর বয়সীদের ওয়াক ইন রেজিস্ট্রেশনের ব্যবস্থা রাখেনি কেন্দ্র। এই পরিস্থিতিতেই এই প্রশ্নটাই তুলল এলাহাবাদ হাইকোর্ট। কেন্দ্র ও উত্তর প্রদেশ সরকারকে অনলাইনের পাশাপাশি তাই পৃথক মাধ্যম তৈরির নির্দেশ দিল এলাহাবাদ হাইকোর্ট।

একটি স্বতপ্রণোদিত মামলার পর্যবেক্ষণে বিচারপতি সিদ্ধার্থ বর্মা ও বিচারপতি অজিত কুমারের বেঞ্চ জানায়, গ্রামাঞ্চলে একাধিক মানুষ রয়েছেন যাঁরা শিক্ষিত নন, তাঁরা য়াতে রেজিস্ট্রেশন করতে পারেন, সেই ব্যবস্থা করতে হবে। এর জন্য পরিকল্পনা তৈরি করতে ৫দিন সময় দিয়েছে হাইকোর্ট। সোমবার ফর এই মামলার শুনানি হবে। পাশাপাশি উত্তর প্রদেশ পঞ্চায়েত নির্বাচনে ভোটের কাজ করতে গিয়ে যাঁদের মৃত্যু হয়েছে, তাঁদের পরিবারকে ১ কোটি টাকা করে দেওয়ার নির্দেশ দিয়েছে এলাহাবাদ হাইকোর্ট।

শিক্ষক ইউনিয়নের দাবি, ভোটের কাজ করতে গিয়ে অন্তত ৭০০ শিক্ষক প্রাণ হারিয়েছেন। যদিও যোগী প্রশাসন হাইকোর্টকে জানিয়েছে ৩০টি জেলা থেকে মোট ৭৮ জনের মৃত্যুর খবর জানা গিয়েছে। প্রত্যেক মৃতের পরিবারপিছু ৩০ লক্ষ টাকা দেওয়ার ঘোষণা করেছে উত্তর প্রদেশ সরকার। এ বিষয়ে হাইকোর্ট জানিয়েছে, যেহেতু ভোটের কাজ কেউ ইচ্ছাকৃত করতে যাননি, তাঁদের সেখানে নিয়োগ করা হয়েছিল। তাই মৃত্যু হওয়ায় এই টাকা অতি সামান্য। আরটিপিসিআর সাপোর্ট ছাড়াই রাজ্য ও নির্বাচন কমিশন জোর করে তাঁদের কাজ করিয়েছে, সে ক্ষেত্রে ১ কোটি টাকা পরিবারপিছু দিতে হবে, এমনই নির্দেশ হাইকোর্টের।

আরও পড়ুন: ‘ইতিবাচক থাকতে সরকারের অন্ধ প্রচারক হতে হবে’! মোদী সরকারকে তুলোধোনা রাহুল-পিকের