Railway Board: থাকবে না কোনও লেভেল ক্রসিং, কী জানাচ্ছে রেল?
Railway Board: আগেও এ ব্যাপারে অর্ডার দেওয়া হয়েছিল। তবে খরচের কথা ভেবে সেই অর্ডার বাতিল করা হয়।
নয়া দিল্লি: নতুন যে সব রেল প্রজেক্ট তৈরি হচ্ছে, তাতে থাকবে না কোনও লেভেল ক্রসিং। এছাড়া অনুমোদন প্রাপ্ত যে সব প্রজেক্টে লেভেল ক্রসিং-এর উল্লেখ রয়েছে,সেগুলোও বাদ দিতে হবে বলে রেল বোর্ডের তরৎে নির্দেশ দেওয়া হয়েছে। এ ব্যাপারে নির্দিষ্টি রিপোর্ট তৈরি করা হচ্ছে।
নতুন অর্ডারে বলা হয়েছে, গজ লাইন, ডবল লাইন বা মাল্টি ট্র্যাকিং, কোনও প্রজেক্টেই থাকবে না লেভেল ক্রসিং। আরও জানানো হয়েছে যে লেভেল ক্রসিং যাতে না রাখতে হয়, তার জন্য রেল ব্রিজের নীচ দিয়ে বা ওপর দিয়ে প্রয়োজনে রাস্তা তৈরি করে দেওয়া হবে।
উল্লেখ্য, ২০১৯ সালেই সেই সব লেভেল ক্রসিং, যাতে নিরাপত্তায় কেউ থাকে না, সেগুলি বাদ দেওয়া হয়েছে। আগেও এ ব্যাপারে অর্ডার দেওয়া হয়েছিল। তবে খরচের কথা ভেবে সেই অর্ডার বাতিল করা হয়। ২০১৯ সালে সেই রেল বোর্ড লেভেল ক্রসিং তৈরি করার ক্ষেত্রে ফের সম্মতি দিয়েছি, কারণ রেল আন্ডার ব্রিজ তৈরির ক্ষেত্রে জমির সমস্যা হতে পারে ও খরচও বাড়ে।
আগের অর্ডারেই বলা হয়েছিল যে লেভেল ক্রসিং বাদ দিতে গেলে যে বিকল্প ব্যবস্থা করা হবে, তাতে ৩০ থেকে ৫০ শতাংশ বাড়তে পারে প্রজেক্টের খরচ। তবে এবার সেই খরচের বিষয়টা নিয়ে আর চিন্তিত নয় রেল। জানা গিয়েছে ওভার ব্রিজ বা আন্ডার ব্রিজ তৈরির ক্ষেত্রে আলাদা করে অনুমোদন নিতে হবে।