নয়া দিল্লি : করোনার তৃতীয় ডোজ় (Third dose of COVID 19) দেওয়ার প্রক্রিয়া শুরু হবে ১০ জানুয়ারি থেকে। তার আগে যুদ্ধকালীন তৎপরতায় চলছে প্রস্তুতি। চলছে প্রিকশন ডোজ় (Precaution dose of COVID 19) দেওয়ার চূড়ান্ত পর্যায়ের ব্লু প্রিন্ট তৈরির কাজ। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই তৃতীয় ডোজ় দেওয়ার প্রক্রিয়ায় কোনও খামতি রাখছে না কেন্দ্র। সূত্রের খবর, তৃতীয় ডোজ়ের ক্ষেত্রে কোনও মিক্স অ্যান্ড ম্যাচ (Mix and Match) পদ্ধতিতে টিকাকরণ হবে না। অর্থাৎ, যিনি প্রিকশন ডোজ় নেবেন, তিনি এর আগে কোভ্যাক্সিন (Covaxin) বা কোভিশিল্ড (Covishield) – যে ডোজ় নিয়েছেন, তৃতীয় ডোজ় হিসেবে সেই ডোজ়ই দেওয়া হবে।
যদিও এই নিয়ে এখনও পর্যন্ত সরকারিভাবে কিছু ঘোষণা করা হয়নি। তবে এখনও পর্যন্ত ওয়াকিবহাল মহল সূত্রে খবর, প্রিকশন ডোজ় অর্থাৎ করোনা টিকার তৃতীয় ডোজ়ের ক্ষেত্রে এর আগে সংশ্লিষ্ট ব্যক্তি যেটি নিয়েছিলেন, সেটিই দেওয়া হবে। দ্বিতীয় ডোজ় নেওয়ার নয় থেকে ১২ মাস পরে করোনা টিকার তৃতীয় ডোজ় দেওয়া হতে পারে। প্রিকশন ডোজ় দেওয়ার প্রক্রিয়া কী হবে, তা নিয়ে আলোচনার জন্য সোমবার সকালেই বৈঠকে বসেছিলেন বিশেষজ্ঞরা।
করোনা টিকার তৃতীয় ডোজ়ের ক্ষেত্রে মিক্স অ্যান্ড ম্যাচ করা বেশি কার্যকর নাকি একই টিকার প্রয়োগ করা বেশি কার্যকর – তা নিয়ে বিশ্বব্যাপী যথেষ্ট চর্চা হয়েছে। তবে এই নিয়ে কোনও পক্ষ থেকেই এখনও পর্যন্ত নির্ণায়ক কোনও সিদ্ধান্তে আসা যায়নি। যদিও প্রথম ও দ্বিতীয় ডোজ়ের ক্ষেত্রে মিক্স অ্যান্ড ম্যাচ পদ্ধতিতে রোগ প্রতিরোধ ক্ষমতায় যথেষ্ট উন্নতি দেখা গিয়েছিল।
ব্রিটেনে করোনা ভ্যাকসিনগুলি মিলিয়ে মিশিয়ে ব্যবহার করার বিষয়ে এক গবেষণায় দেখা গিয়েছে, কেউ যখন অ্যাস্ট্রাজেনেকা বা ফাইজ়ার-বায়োটেকের টিকার প্রথম ডোজ় নেন এবং নয় সপ্তাহ পরে মডার্নার ডোজ় নেন, তখন তাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা আরও ভাল দেখা গিয়েছে।
উল্লেখ্য, আগামী ১০ জানুয়ারি থেকে স্বাস্থ্যকর্মী, প্রথম সারির করোনা যোদ্ধারাও প্রিকশন ডোজ় পাবেন। ষাটোর্ধ্ব ব্যক্তি ও যাদের কো-মর্ডিবিটি রয়েছে, তারাও এই প্রিকশন ডোজ় নিতে পারবেন।
সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে আর এস শর্মা জানিয়েছেন, “ষাটোর্ধ্ব যে প্রবীণ ব্যক্তিদের কোমর্বিডিটি রয়েছে, তাঁরা করোনা প্রিকশন ডোজ় পাওয়ার যোগ্য কি না, তা স্পষ্ট করার জন্য মেডিকেল সার্টিফিকেট সঙ্গে করে নিয়ে যেতে হবে। বাকি টিকাকরণের প্রক্রিয়া আগের মতোই থাকছে। কোউইন অ্যাপে সেই সব তথ্য দেওয়া রয়েছে। যাঁরা করোনা টিকার দুটি ডোজ়ই নিয়ে নিয়েছেন, তাঁরা কোমর্বিডিটি সার্টিফিকেট নিয়ে গেলেই করোনা টিকার তৃতীয় ডোজ় পেয়ে যাবেন।”