Co-WIN Registration: ছোটদেরও টিকা নিতে নাম নথিভুক্ত করতে হবে কো-উইনে, কীভাবে করবেন জেনে নিন

How to Register in Co-WIN: ১৫ থেকে ১৮ বছর বয়সীদের টিকাকরণের পাশাপাশি আগামী ১০ জানুয়ারি থেকে স্বাস্থ্যকর্মী, প্রথম সারির করোনা যোদ্ধারাও প্রিকশন ডোজ় পাবেন। ষাটোর্ধ্ব ব্যক্তি ও যাদের কো-মর্ডিবিটি রয়েছে, তারাও এই প্রিকশন ডোজ় নিতে পারবেন।

Co-WIN Registration: ছোটদেরও টিকা নিতে নাম নথিভুক্ত করতে হবে কো-উইনে, কীভাবে করবেন জেনে নিন
১ জানুয়ারি থেকে নাম নথিভুক্ত করা যাবে কো-উইনে। ফাইল চিত্র।
Follow Us:
| Edited By: | Updated on: Dec 27, 2021 | 2:41 PM

নয়া দিল্লি: নতুন বছরে শুরু হচ্ছে ছোটদের টিকাকরণ (Vaccination For Children)। আপাতত ১৫ থেকে ১৮ বছর বয়সীরাই করোনা টিকা পাবেন। তবে কীভাবে সেই টিকাকরণ প্রক্রিয়া চলবে, তা নিয়ে বেশ কিছু সংশয়, প্রশ্ন রয়েই গিয়েছে। এবার ধীরে ধীরে সেই সংশয়ই দূর করছে কেন্দ্র। সোমবার কো-উইন (Co-WIN) প্ল্যাটফর্মের প্রধান ডঃ আরএস শর্মা জানান, ১ জানুয়ারি থেকেই ১৫ থেকে ১৮ বছর বয়সীরা কো-উইন প্ল্যাটফর্মে নিজেদের নাম নথিভুক্ত করতে পারবে।

ডঃ আরএস শর্মা জানান, আপাতত পড়ুয়াদের পরিচয় পত্র বা স্টুডেন্ট আইডেনটিটি কার্ড (Identity Card) দিয়েই নাম নথিভুক্ত করা যাবে কো-উইন প্ল্যাটফর্মে। অনেক কিশোর-কিশোরীর কাছেই এখনও আধার কার্ড (Aadhar Card) বা অন্য কোনও পরিচয় পত্র না থাকায়, স্টুডেন্ট আইডি-ই ব্য়বহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গিয়েছে, দশম শ্রেণির আইডি কার্ড (10th I-Card)-কেই পরিচয়পত্র হিসাবে গণ্য করা হবে। এছাড়া যাদের কাছে আধার কার্ড আছে, তারা সেই আধার নম্বর দিতেও নাম নথিভুক্ত করতে পারবেন।

১৫-১৮ বছর বয়সীদের নাম নথিভুক্তের প্রক্রিয়া:

প্রাথমিক তথ্য অনুযায়ী, কো-উইন প্ল্যাটফর্মে ছোটদের নাম নথিভুক্ত করার প্রক্রিয়া, প্রাপ্তবয়স্কদের নাম নথিভুক্ত করার মতোই হবে। একই সঙ্গে রাখা হচ্ছে ওয়াক-ইন রেজিস্ট্রেশনের সুযোগও। এক্ষেত্রে সরাসরি টিকাকরণ কেন্দ্রে গিয়ে প্রয়োজনীয় নথি পেশ করলেই ১৫ থেকে ১৮ বছর বয়সীদের নাম কো-উইন প্ল্যাটফর্মে নথিভুক্ত করে নেওয়া হবে এবং উপলব্ধ স্লট অনুযায়ী করোনা টিকা দেওয়া হবে।

কো-উইন প্ল্যাটফর্মে নাম নথিভুক্ত করার ক্ষেত্রে যেভাবে নাম ও ফোন নম্বর দিয়ে রেজিস্ট্রেশন এবং ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপি লাগে, ১৫ থেকে ১৮ বছর বয়সীদের ক্ষেত্রেও একই প্রক্রিয়ায় নাম নথিভুক্ত করতে হবে। এরপর স্লট অনুযায়ী নির্দিষ্ট টিকাকেন্দ্রে গেলেই টিকা পাওয়া যাবে। ২০০৭ সালের আগে যাদের জন্ম হয়েছে, তারাই আপাতত করোনা টিকা পাবে।

৬০ উর্ধ্বদের নাম নথিভুক্তকরণের প্রক্রিয়া:

১৫ থেকে ১৮ বছর বয়সীদের টিকাকরণের পাশাপাশি আগামী ১০ জানুয়ারি থেকে স্বাস্থ্যকর্মী, প্রথম সারির করোনা যোদ্ধারাও প্রিকশন ডোজ় পাবেন। ষাটোর্ধ্ব ব্যক্তি ও যাদের কো-মর্ডিবিটি রয়েছে, তারাও এই প্রিকশন ডোজ় নিতে পারবেন। তারাও একইভাবে কো-উইন প্ল্যাটফর্মে নাম নথিভুক্ত করতে পারবেন।

এক্ষেত্রে ডঃ আরএস শর্মা বলেন, “যাদের বয়স ৬০ বছরের বেশি এবং টিকার দুটি ডোজ়ই নেওয়া হয়ে গিয়েছে, তারাও কো-উইন প্ল্যাটফর্মে নাম নথিভুক্ত করাতে পারবেন। যদি দ্বিতীয় ডোজ় থেকে যেদিন আপনি নাম রেজিস্ট্রার করছেন, তার মধ্যে ৩৯ সপ্তাহ বা ৯ মাসের ব্যবধান থাকে, তবেই নাম নথিভুক্ত করতে পারবেন।”

যাদের কো-মর্ডিবিটি রয়েছে, তারাও কো-উইন প্ল্যাটফর্মে নাম নথিভুক্ত করতে পারবেন। এক্ষেত্রে কো-উইনে একটি অপশন দেখানো হবে, যেখানে আপনার কো-মর্ডিবিটি রয়েছে কিনা, তা জানতে চাওয়া হবে। যদি আপনি অপশন বেছে নেন এবং পরবর্তী ধাপে কো-মর্ডিবিটির সার্টিফিকেট দেখাতে পারেন, তবেই প্রিকশন ডোজ়ের জন্য নাম নথিভুক্ত হবে। এক্ষেত্রে কোনও সার্টিফায়েড চিকিৎসকের কাছ থেকেই এই শংসা পত্র গ্রহণ করতে হবে।

গতকালই এক সাক্ষাৎকারে আর এস শর্মা বলেছিলেন, “ষাটোর্ধ্ব যে প্রবীণ ব্যক্তিদের কোমর্বিডিটি রয়েছে, তাঁরা করোনা প্রিকশন ডোজ় পাওয়ার যোগ্য কি না, তা স্পষ্ট করার জন্য মেডিকেল সার্টিফিকেট সঙ্গে করে নিয়ে যেতে হবে। বাকি টিকাকরণের প্রক্রিয়া আগের মতোই থাকছে। কোউইন অ্যাপে সেই সব তথ্য দেওয়া রয়েছে। যাঁরা করোনা টিকার দুটি ডোজ়ই নিয়ে নিয়েছেন, তাঁরা কোমর্বিডিটি সার্টিফিকেট নিয়ে গেলেই করোনা টিকার তৃতীয় ডোজ় পেয়ে যাবেন।”