Narendra Modi in Mandi: মাণ্ডিকে ২৮ হাজার কোটির উপহার দিয়ে ‘সবকা সাথ, সবকা বিকাশে’র বার্তা প্রধানমন্ত্রীর
Narendra Modi in Mandi: এ দিন হাইড্রোপাওয়ার প্রকল্পের ভিত্তি প্রস্থর স্থাপন করলেন মোদী। প্রায় ১১ হাজার কোটি টাকারও বেশি খরচে এই প্রকল্পটি তৈরি করা হচ্ছে। শুধুমাত্র এই প্রকল্পই নয়, একইসঙ্গে সাওরা-কুদ্দু হাইড্রোপাওয়ার প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী মোদী। ১১১ মেগাওয়াটের এই হাইড্রো পাওয়ার প্রকল্পটি তৈরি করতে খরচ হয়েছে ২০৮০ কোটি টাকা।
মাণ্ডি : জল বিদ্যুৎ প্রকল্প সহ একাধিক প্রকল্প উপহার দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার হিমাচল প্রদেশে সেই সব প্রকল্পের শিলান্যাস করলেন তিনি। এ দিন হিমাচল প্রদেশের মাণ্ডিতে গিয়ে প্রধানমন্ত্রী বোঝালেন সবকা সাথ, সবকা বিকাশ এই মন্ত্রেই উন্নয়ন চলছে এই রাজ্যে। আগামিদিনেও হিমাচল সারা দেশের কাছে নজির হয়ে উঠবে বলে মনে করেন তিনি। সব মিলিয়ে এ দিন প্রায় ২৮ হাজার কোটি টাকার প্রকল্পের শিলান্যাস করেছেন তিনি।
হিমাচলের উন্নয়ন
প্রধানমন্ত্রী এ দিন বলেন, উন্নয়ের দু ধরনের মডেল হয়, ‘সবকা সাথ, সবকা বিকাশ’ আর ‘খুদ কা স্বার্থ, পরিবার কা স্বার্থ’। প্রথম মডেলে কাজ করছে হিমাচল প্রদেশ। হিমাচলে বিজেপি সরকারের চার বছর পূর্ণ হয়েছে। এ দিন প্রধানমন্ত্রী বলেন, ‘করোনার সঙ্গে লড়াই করার পাশাপাশি উন্নয়নের কাজও থেমে থাকেনি এ রাজ্যে।’
মোদী আরও বলেন, ১৫ থেকে ১৮ বছর বয়সীদের টিকাকরণ শুরু হচ্ছে দেশে। পাশাপাশি জানুয়ারি থেকে ষাটোর্ধ্বদের ও স্বাস্থ্যকর্মীদের দেওয়া হবে প্রিকশন ডোজ়। আর সেই টিকাকরণের ক্ষেত্রে হিমাচল প্রদেশ নজির গড়বে বলে মনে করেন তিনি। প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন, ওষুধ তৈরির হাব হিসেবে হিমাচল প্রদেশ একটি গুরুত্বপূর্ণ রাজ্য। করোনাকালে শুধুমাত্র অন্যান্য রাজ্যকেই নয়, অন্যান্য় দেশকেও সাহায্য করেছে হিমাচল।
একই সঙ্গে পাহাড়ে ঘেরা এই রাজ্যের বাসিন্দাদের তিনি আশ্বাস দেন, পাহাড়কে প্লাস্টিক মুক্ত করার উদ্যোগ নিয়েছে কেন্দ্র। প্লাস্টিকের জন্য পাহাড়ের অনেক ক্ষতি হয়েছে বলেও জানান তিনি।
কী কী প্রকল্প
সোমবার মান্ডিতে হাইড্রোপাওয়ার বা জলবিদ্যুৎ প্রকল্পের ভিত্তি প্রস্থর স্থাপন করেছেন মোদী। প্রায় ১১ হাজার কোটি টাকারও বেশি খরচে এই প্রকল্পটি তৈরি করা হচ্ছে। শুধুমাত্র এই প্রকল্পই নয়, একইসঙ্গে সাওরা-কুদ্দু হাইড্রোপাওয়ার প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদী। ১১১ মেগাওয়াটের এই জলবিদ্যুৎ প্রকল্পটি তৈরি করতে খরচ হয়েছে ২০৮০ কোটি টাকা। প্রতিবছর প্রায় ৩৮০ মিলিয়ন ইউনিট বিদ্য়ুৎ উৎপাদন করা হবে এই হাইড্রো পাওয়ার প্রকল্প থেকে। এরফলে রাজ্য সরকারও বার্ষিক প্রায় ১২০ কোটি টাকাও বেশি আয় করবে।
এ দিন প্রধানমন্ত্রী মোদী রেণুকাজি বাঁধ প্রকল্পেরও ভিত্তি প্রস্থর স্থাপন করেন। বহিমাচল প্রদেশ, উত্তর প্রদেশ, হরিয়ানা,পঞ্জাব, উত্তরাখণ্ড ও দিল্লি- প্রধানমন্ত্রীর উদ্যোগে এই ছয় রাজ্যের মিলিত সহযোগিতায় এই প্রকল্পের কাজ শুরু করা হচ্ছে। ৭ হাজার কোটি টাকার খরচে তৈরি ৪০ মেগাওয়াটের এই প্রকল্পে উপকৃত হবে দিল্লি। প্রতি বছর প্রায় ৫০০ কোটি কিউবিক মিটার জল সরবরাহ করা সম্ভব হবে।
লুহরি স্টেড ১ হাইড্রো পাওয়ার প্রকল্পেরও ভিত্তি প্রস্থর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী। ২১০ মেগা ওয়াটের এই প্রকল্পটি তৈরি করতে খরচ হচ্ছে ১৮০০ কোটি টাকা। এরফলে বছরে প্রায় ৭৫০ কোটি ইউনিট বিদ্যুৎ উৎপাদিত হবে।
প্রধানমন্ত্রীর সফরসূচিতে ধৌলাসিধ হাইড্রো পাওয়ার প্রকল্পের উদ্বোধনও রয়েছে। প্রধানমন্ত্রীর দফতর সূত্রে জানানো হয়েছে, হামিরপুরে এটিই প্রথম হাইড্রো পাওয়ার প্রকল্প হতে চলেছে। ৬৬ মেগা ওয়াটের এই হাইড্রো পাওয়ার প্ল্যান্ট তৈরি করতে খরচ হবে ৬৮০ কোটি টাকা। প্রতি বছর প্রায় ৩০ কোটি মেগাওয়াট বিদ্য়ুৎ উৎপাদন করবে।
আরও পড়ুন : Covaxin for Children: কিশোর-কিশোরীদের টিকাকরণের সিদ্ধান্ত অবৈজ্ঞানিক! কী বলছেন বিশেষজ্ঞ চিকিৎসক?