নয়া দিল্লি : ২০২০-র শুরুতে করোনার টিকাকরণ শুরু হয়েছিল দেশে। প্রায় এক বছর অতিক্রান্ত। এবার শুরু হচ্ছে টিকাকরণের নতুন ধাপ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘোষণা অনুযায়ী নতুন বছরেই মিলবে বুস্টার ডোজ় বা প্রিকশন ডোজ়। চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও ৬০ বছরের বেশি বয়সী, যাদের আনুসঙ্গিক কোনও রোগ আছে, তাঁদের এই টিকা দেওয়া হবে। তবে এ বার কো-মর্বিডিটি প্রমাণ করার জন্য কোনও নথি লাগবে না বলে জানিয়ে দিল স্বাস্থ্য মন্ত্রক।
মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে, ৬০ বছরের উর্ধ্বে যাদের কো-মর্বিডিটি রয়েছে, তাঁদের কো-মর্বিডিটি প্রমাণ করার জন্য কোনও প্রেসক্রিপশন দেখানোর প্রয়োজন নেই। ষাটোর্ধ্ব ব্যক্তি টিকা নেওয়ার আগে তাঁকে নিজেকে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। তিনি টিকার এই তৃতীয় ডোজ় নিতে পারবেন কি না, তা নিয়ে চিকিৎসকের সঙ্গে আলোচনা করতে হবে, তবে সেই সংক্রান্ত কোনও নথি প্রিকশন ডোজ় দেওয়ার সময় দেখা হবে না।
আগেই জানানো হয়েছে, ১০ জানুয়ারি থেকে এই প্রিকশন ডোজ় দেওয়া হবে। আর ১৫ থেকে ১৮ বছর বয়সীদের টিকাকরণ শুরু হবে ৩ জানুয়ারি থেকে। দুটি ক্ষেত্রেই কো-উইন অ্যাপে রেজিস্ট্রার করাতে হবে। টিকা নেওয়ার পর প্রাপকদের টিকাকরণ কেন্দ্রের বাইরে আধ ঘণ্টা অপেক্ষা করতে হবে। টিকার কোনও খারাপ প্রতিক্রিয়া হচ্ছে কি না, সে দিকে নজর রাখবেন স্বাস্থ্যকর্মীরা।
সোমবার কোউইন প্ল্যাটফর্মের প্রধান চিকিৎসক আর এস শর্মা করোনা টিকার দ্বিতীয় ডোজ় এবং প্রিকশন ডোজ়ের মধ্যে ব্যবধান কত হবে, তা স্পষ্ট করেছেন। আর এস শর্মা জানিয়েছেন, “যদি আপনার বয়স ৬০ বছরের বেশি হয় এবং আপনি উভয় ডোজ গ্রহণ করে থাকেন সেক্ষেত্রে আপনার দ্বিতীয় ডোজ় যেদিন নিয়েছেন, তার ৩৯ সপ্তাহ হয়ে যাওয়ার পরেই করোনার প্রিকশন ডোজ় পাওয়া যাবে।”
আরও জানানো হয়েছে যে, তৃতীয় ডোজ়ের ক্ষেত্রে কোনও মিক্স অ্যান্ড ম্যাচ (Mix and Match) পদ্ধতিতে টিকাকরণ হবে না। অর্থাৎ, যিনি প্রিকশন ডোজ় নেবেন, তিনি এর আগে কোভ্যাক্সিন (Covaxin) বা কোভিশিল্ড (Covishield) – যে ডোজ় নিয়েছেন, তৃতীয় ডোজ় হিসেবে সেই ডোজ়ই দেওয়া হবে। যদিও এই নিয়ে এখনও পর্যন্ত সরকারিভাবে কিছু ঘোষণা করা হয়নি। তবে এখনও পর্যন্ত ওয়াকিবহাল মহল সূত্রে খবর, প্রিকশন ডোজ় অর্থাৎ করোনা টিকার তৃতীয় ডোজ়ের ক্ষেত্রে এর আগে সংশ্লিষ্ট ব্যক্তি যেটি নিয়েছিলেন, সেটিই দেওয়া হবে। দ্বিতীয় ডোজ় নেওয়ার নয় মাস পরে করোনা টিকার তৃতীয় ডোজ় দেওয়া হবে। প্রিকশন ডোজ় দেওয়ার প্রক্রিয়া কী হবে, তা নিয়ে আলোচনার জন্য সোমবারই বৈঠকে বসেছিলেন বিশেষজ্ঞরা। তারপরই একাধিক সিদ্ধান্ত নিয়েছেন আধিকারিকরা।
আরও পড়ুন : Frontline Workers: এবার ভোটকর্মীরাও ‘ফ্রন্টলাইন ওয়ার্কার’, পাবেন প্রিকশন ডোজ়