Asaduddin Owaisi: ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের সঙ্গে ম্যাচ খেলার দরকার নেই, যদি…’, বিস্ফোরক ওয়েইসি

TV9 Bangla Digital | Edited By: অরিজিৎ দে

Oct 22, 2022 | 4:35 PM

T20 World Cup: বিসিসিআই সচিব জয় শাহের মন্তব্য নিয়ে এদিন মুখ খোলেন হায়দরাবাদের সাংসদ। সম্প্রতি বিসিসিআই সচিব জয় শাহ বলেছিলেন, এশিয়া কাপ পাকিস্তানে আয়োজিত হলে, ভারত তাতে অংশগ্রহণ করবে না।

Asaduddin Owaisi: টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের সঙ্গে ম্যাচ খেলার দরকার নেই, যদি..., বিস্ফোরক ওয়েইসি
ছবি: ফাইল চিত্র

Follow Us

নয়া দিল্লি: গতকালই মেলবোর্নে টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামতে চলেছে ভারত (Indian Cricket Team)। এরমাঝেই এআইএমআইএম প্রধান তথা হায়দরবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়েইসির (Asaduddin Owaisi) মন্তব্যে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। শুক্রবার ওয়েইসি বলেন, ভারতীয়কে ক্রিকেট দলকে এশিয়া কাপে যদি পাকিস্তানে না পাঠানোর সিদ্ধান্ত হয়েই থাকে, তবে আগামিকাল পাকিস্তানের বিরুদ্ধে ভারতের খেলতে নাম উচিত নয়। দলীয় এক সমাবেশে আসাদউদ্দিন বলেন, “কেন পাকিস্তানের সঙ্গে কালকের ক্রিকেট ম্যাচ খেলছেন? আমাদের দেশ পাকিস্তানে খেলতে যাবে না, কিন্তু তাদের সঙ্গে অস্ট্রেলিয়াতে ম্যাচ খেলবে। ভারত যদি পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ না খেলে তবে কী হবে? ২ হাজার কোটি টাকার লোকসান হবে? এই টাকা কী ভারতের থেকেও গুরুত্বপূর্ণ? ছেড়ে দিন, খেলবেন না।”

বিসিসিআই সচিব জয় শাহের মন্তব্য নিয়ে এদিন মুখ খোলেন হায়দরাবাদের সাংসদ। সম্প্রতি বিসিসিআই সচিব জয় শাহ বলেছিলেন, এশিয়া কাপ পাকিস্তানে আয়োজিত হলে, ভারত তাতে অংশগ্রহণ করবে না। পাকিস্তান ক্রিকেট বোর্ডও জানিয়েছিল ২০২৩ সালে ভারতে আয়োজিত বিশ্বকাপে তারা অংশগ্রহণ করবে না। ওয়েইসি জানিয়েছেন, তিনি চান ২৩ অক্টোবরের ম্যাচে যেন ভারত জেতে। ওয়েইসি বলেন, “আপনাদের আমাদের হিজাব, দাড়ি এবং ক্রিকেট নিয়েও সমস্যা রয়েছে। ক্রিকেট অন্যতম একটি খেলা, এখানে হার বা জিত থাকবেন।”

গতকাল ভারতীয় সময় দুপুর দেড়টা নাগাদ অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ভারত-পাকিস্তান মহাযুদ্ধ। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ, সাম্প্রতিক এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের পরাজয় ‘মেন ইন ব্লু’-এর বাড়তি চাপ তৈরি করেছে। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ জিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করা তাই ক্যাপ্টেন রোহিত শর্মার কাছে বাড়তি চ্যালেঞ্জ। জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করলে বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছনোর সুযোগ অনেকটাই বেড়ে যাবে। কালকের ম্যাচ নিয়ে ইতিমধ্যেই ক্রিকেটপ্রেমীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে, এখন এই ম্যাচে কে জেতে, সেটাই এখন দেখার।

Next Article