নয়া দিল্লি: সাতদিনের ইডি হেফাজতে সায়গল হোসেন (Sehegal Hossain)। ২৮ অক্টোবর পর্যন্ত ইডি (ED) হেফাজতে থাকতে হবে অনুব্রত মণ্ডলের ছায়াসঙ্গীকে। শনিবার এমনই নির্দেশ দিল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। সূত্রের খবর, এদিনই ইডি সায়গলকে হেফাজতে নেবে। ২৪ ঘণ্টার মধ্যেই করানো হবে সায়গলের মেডিক্যাল চেক আপ। নিয়ে যাওয়া হবে আরএমএল হাসপাতালে। শনিবার রাউস অ্যাভিনিউ আদালত এই নির্দেশ দিয়েছে। এদিকে দিল্লির বিশেষ আদালতের এই নির্দেশের পর গরু পাচার মামলায় ধৃত অনুব্রত মণ্ডলের চাপ বাড়ল না তো, উঠছে সে প্রশ্নও।
গরু পাচার মামলায় অন্যতম অভিযুক্ত সায়গল হোসেন অবশেষে দিল্লিতে। একদিকে ইডির মরিয়া প্রয়াস, অন্যদিকে পাল্টা আবেদনের পর আবেদন সায়গলের। শেষ পর্যন্ত সুপ্রিম নির্দেশেই দিল্লি নিয়ে যাওয়া হল অনুব্রত মণ্ডলের ছায়াসঙ্গীকে। এবার টানা সাতদিন সায়গলকে জেরা করতে চায় ইডি। দিল্লিতেই চলবে জিজ্ঞাসাবাদপর্ব। শনিবার থেকেই জিজ্ঞাসাবাদ শুরু হবে।
সায়গলকে দিল্লিতে নিয়ে যেতে চেয়ে পুজোর পর থেকেই চেষ্টা করে যাচ্ছিল ইডি। পাল্টা আবেদন করে তা আটকানোর প্রয়াস করেন সায়গল। যদিও তা কাজে আসেনি। রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মত, সায়গল হোসেনকে দিল্লিতে নিয়ে যাওয়া ঘুরপথে বীরভূমের তৃণমূল জেলা সভাপতি কেষ্ট মণ্ডলের উপরই চাপ বাড়ানোর কৌশল হতে পারে। সূত্রের খবর, গরু পাচার চক্রের মূল অভিযুক্ত এনামুল হক দিল্লির জেলে আছেন। অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনকে দিল্লি নিয়ে গিয়ে এনামুলের মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে তাঁকে।