‘করোনাকে অবহেলা করা যাবে না’, নতুন মন্ত্রিসভাকে নির্দেশ মোদীর

TV9 Bangla Digital | Edited By: সুমন মহাপাত্র

Jul 08, 2021 | 11:28 PM

করোনার ক্ষেত্রে একটা ভুল যুদ্ধে মারাত্মক প্রভাব ফেলতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন মোদী।

করোনাকে অবহেলা করা যাবে না, নতুন মন্ত্রিসভাকে নির্দেশ মোদীর
ফাইল চিত্র

Follow Us

নয়া দিল্লি: সম্প্রসারণের পরের দিনই নতুন মন্ত্রিসভার সঙ্গে বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। সেখানে তিনি মন্ত্রিসভাকে নির্দেশ দিয়েছেন, কোনওভাবেই করোনাকে অবহেলা করা যাবে না। পরিষদের সঙ্গে বৈঠকে বসে নমো একটি ভিডিয়োর কথা উল্লেখ করেন, যেখানে মাস্ক ছাড়াই সাধারণ মানুষকে ঘুরে বেড়াতে দেখা যায়। এরপরই করোনা সংক্রান্ত এই নির্দেশ দেন বলে জানা গিয়েছে সূত্র মারফত।

প্রধানমন্ত্রী জানান, দেশে দৈনিক করোনা আক্রান্ত কমলেও করোনা এখনও ভয়ঙ্কর। পাশাপাশি ভাইরাসের মিউটেশনের বিষয়ে সকলকে সতর্কতা নেওয়ার কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি চিকিৎসকদের প্রসঙ্গ টেনে এনে বলেন, “করোনা যোদ্ধারা পুরোদমে লড়ছেন। আমরা যথেষ্ট টিকাকরণ করছি দেশে। পরীক্ষাও বেড়েছে।”

করোনার ক্ষেত্রে একটা ভুল যুদ্ধে মারাত্মক প্রভাব ফেলতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন মোদী। তিনি মহারাষ্ট্র ও কেরলের বাড়তি করোনা আক্রান্তের সংখ্যা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। উল্লেখ্য, এ দিনই মোদীর সম্প্রসারিত মন্ত্রিসভার প্রথম বৈঠকের পর ২৩,১২৩ কোটি টাকার স্বাস্থ্য সংক্রান্ত প্যাকেজ ঘোষণা করেছেন নয়া স্বাস্থ্যমন্ত্রী মান্ডব্য। এ দিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, অক্সিজেন, বেড ও জরুরি ওষুধ নিয়ে ভবিষ্যতের জন্য বিশেষ পরিকল্পনা তৈরি করা হবে, যাতে কোনও কঠিন পরিস্থিতির মুখোমুখি না হতে হয় দেশবাসীকে।

তিনি জানিয়েছেন, ২৩ হাজার কোটি টাকার মধ্যে ১৫ হাজার কোটি দেবে কেন্দ্র ও ৮ হাজার কোটি দেবে রাজ্য। এর আগে গত বছরের এপ্রিল মাসে ১৫ হাজার কোটি টাকার প্যাকেজে অনুমোদন দিয়েছিল মন্ত্রিসভা। দেশের স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়নে সেই টাকা খরচ করা হয়।

আরও পড়ুন: সেনার গুলিতে খতম ২ পাকিস্তানি জঙ্গি, শহিদ ২ জওয়ান

Next Article