নয়া দিল্লি: বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাবের (No trust motion) এক সপ্তাহ পেরিয়ে গিয়েছে। কিন্তু, এখনও এই বিষয়ে কোনও আলোচনা হয়নি সংসদে (Parliament)। যা নিয়ে সরব হয়েছে কংগ্রেস। আজ, মঙ্গলবার এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে বলে সূত্রের খবর। এদিন বেলা ১২টায় বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠক ডেকেছেন স্পিকার ওম বিড়লা (Speaker Om Birla)। লোকসভায় অনাস্থা প্রস্তাবের উপর আলোচনা কবে হবে, সেটা এই বৈঠকেই চূড়ান্ত হতে পারে বলে সূত্র মারফৎ জানা যাচ্ছে। অন্যদিকে, এদিনই দিল্লি অর্ডিন্যান্স বিল লোকসভায় পেশ হতে পারে। এই বিলে কিছু সংশোধন আনা হয়েছে বলে জানা গিয়েছে।
সংসদ সূত্রে খবর, অনাস্থা প্রস্তাব নিয়ে শীঘ্র আলোচনা করার দাবিতে গত দু-দিন ধরেই সংসদে সরব হয়েছে কংগ্রেস। সরকার মণিপুর নিয়ে আলোচনা করতে আগ্রহ প্রকাশ করলেও প্রথমে অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনার দাবিতে সরব হয়েছেন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। বিরোধীদের হট্টগোলে বারবার সংসদ মুলতুবি হয়ে যাওয়ার অভিযোগ তুলছে কেন্দ্র। সে প্রসঙ্গে সোমবার লোকসভায় দাঁড়িয়ে অধীর রঞ্জন চৌধুরী বলেন, বিরোধীরা অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনা করতে প্রস্তুত। কিন্তু, প্রথমে অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনা করা হোক। বিভিন্ন বিল পাশ করার জন্যই সরকার এই বিষয়ে আলোচনা করতে চাইছে না বলেও তোপ দাগেন তিনি। এরপর এদিন বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠক ডাকেন স্পিকার ওম বিড়লা। রাতে সেই বৈঠকের কথা জানানো হয়। তড়িঘড়ি ডাকা এই বৈঠকেই অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনার দিনক্ষণ স্থির হতে পারে বলে সূত্রের খবর।
প্রসঙ্গত, মণিপুর ইস্যুতেই নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে গত বুধবার লোকসভায় অনাস্থা প্রস্তাব এনেছে বিরোধীরা। বিরোধী জোট ইন্ডিয়া-র ২৬টি দল যৌথভাবে এই প্রস্তাব এনেছে। সেই প্রস্তাব গ্রহণ করেছেন স্পিকার ওম বিড়লা। এরপরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ২০১৯ সালের একটি ভিডিয়ো ভাইরাল হয়। সেই ভিডিয়োয় শোনা যায়, বিরোধীরা এরকম অনাস্থা প্রস্তাব আনতে পারে বলে বছর চারেক আগেই ভবিষ্যদ্বাণী করেছিলেন প্রধানমন্ত্রী মোদী। যদিও বিরোধী জোটের সংখ্যাগরিষ্ঠতা নেই। অনাস্থা প্রস্তাবে আদতে তাদেরই যে মুখ পুড়বে, সেটা বিরোধীদের অজানা নয়। তারপরেও অনাস্থা প্রস্তাব কেন আনা হল, তা নিয়ে প্রশ্ন উঠছে। রাজনৈতিক মহলের মতে, মণিপুর ইস্যুতে কেন্দ্রকে চাপে রাখতে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যাতে সংসদে বিবৃতি দেন, সেজন্যই বিরোধী জোটের এই পদক্ষেপ।