Cross Border Love: প্রেমের টানে ভারতে শ্রীলঙ্কার যুবতী, অন্ধ্রের যুবককে বিয়ের পর দেশে ফিরতে নারাজ

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Aug 01, 2023 | 7:00 AM

ফেসবুকে শুরু হওয়া সেই প্রেমের টানেই শ্রীলঙ্কা থেকে সোজা ভারতে চলে আসেন ওই যুবতী। ট্যুরিস্ট ভিসা নিয়েই এ দেশে এসেছেন তিনি। ৮ জুলাই ভারতে আসেন ওই যুবতী। ২০ জুলাই চিত্তুর জেলার একটি মন্দিরে বিয়ে করেন লক্ষ্মণ ও শিবকুমারি।

Cross Border Love: প্রেমের টানে ভারতে শ্রীলঙ্কার যুবতী, অন্ধ্রের যুবককে বিয়ের পর দেশে ফিরতে নারাজ
শিবকুমারি ও লক্ষ্মণ।
Image Credit source: twitter

Follow Us

চিত্তুর: শ্রীলঙ্কার বাসিন্দা শিবকুমারি ভিগনেশ্বরী। ২৫ বছরের ওই যুবতীর সঙ্গে ফেসবুকে আলাপ হয়েছিল ২৮ বছরের লক্ষ্মণের। লক্ষ্মণ অন্ধ্র প্রদেশের চিত্তুর জেলার বাসিন্দা। আলাপের পর শিবকুমারির সঙ্গে লক্ষ্মণের বন্ধুত্ব গাঢ় হয়। প্রেমের সম্পর্কও জড়িয়ে পড়েন তাঁরা। ফেসবুকে শুরু হওয়া সেই প্রেমের টানেই শ্রীলঙ্কা থেকে সোজা ভারতে চলে আসেন ওই যুবতী। ট্যুরিস্ট ভিসা নিয়েই এ দেশে এসেছেন তিনি। ৮ জুলাই ভারতে আসেন ওই যুবতী। ২০ জুলাই চিত্তুর জেলার একটি মন্দিরে বিয়ে করেন লক্ষ্মণ ও শিবকুমারি।

জানা গিয়েছে, লক্ষ্মণ চিত্তুরে রাজমিস্ত্রির কাজ করেন। ২০১৭ সালে তাঁর সঙ্গে শিবকুমারির আলাপ হয়েছিল ফেসবুকে। তার পর ধীরে ধীরে গভীর হয় দুজনের প্রেম। ৮ জুলাই কলম্বো চেন্নাইয়ে আসেন শিবকুমারি। সেখান থেকে তাঁকে চিত্তুরে নিয়ে আসেন লক্ষ্মণ। এর পর লক্ষ্মণের পরিবারের লোকেদের গোটা ঘটনার কথা জানানো হয়। তাঁদের সম্মতি নিয়েই বিয়ে করেছেন ২ জন। বিয়ে হয়ে গেলেও শিবকুমারির ভিসার মেয়াদ শেষ হওয়ার পথে। ১৫ অগস্ট তাঁর ভিসার মেয়াদ শেষ হবে। ভিসার মেয়াদ বৃদ্ধির জন্য আবেদনও করেছেন তিনি।

ভিসার মেয়াদ শেষ হলেও শ্রীলঙ্কা ফিরে যেতে চান না শিবকুমারি। কিন্তু চিত্তুরের পুলিশ সুপার জানিয়েছেন, ভিসার মেয়াদ শেষ হলে তাঁকে শ্রীলঙ্কা ফিরে যেতে হবে। কিন্তু ভারতেই পাকাপাকি ভাবে থাকতে চাইছেন শ্রীলঙ্কার ওই যুবতী। ভারতের নাগরিকত্ব পাওয়ার প্রক্রিয়া এবং সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য ইতিমধ্যেই তাঁকে জানিয়েছেন ওই পুলিশ আধিকারিক।

মাস খানেক আগেই প্রেমের টানে পাকিস্তান থেকে নিজের সন্তানদের নিয়ে ভারতে আসেন সীমা হায়দার নামের এক পাকিস্তানি মহিলা। প্রেমিক সচিনের সঙ্গে বিয়েও হয় তাঁর। কিন্তু নেপাল সীমান্ত দিয়ে অবৈধ ভাবে ভারতে প্রবেশ করেছিলেন তিনি। এর জন্য পুলিশ গ্রেফতারও করে তাঁকে। এখন অবশ্য জামিনে ছাড়া পেয়েছেন তিনি। কিন্তু পাকিস্তানে ফিরে যেতে নারাজ তিনি।

Next Article