নয়ডা: দিল্লির আতঙ্ক ফিরল নয়ডায় (Noida)। নববর্ষের রাতে যেভাবে দিল্লিতে এক তরুণীকে ধাক্কা মেরে ১২ কিলোমিটার টেনে হিচড়ে নিয়ে গিয়েছিল একটি গাড়ি, সেই রাতেই নয়ডাতেও একই ঘটনা ঘটল। পুলিশ সূত্রে জানা গেল, রবিবার নয়ডায় এক যুবককেও ধাক্কা মারে। ধাক্কা মারার পর ৫০০ মিটার টেনে হিচড়ে নিয়ে যাওয়া হয়। জানা গিয়েছে, ওই যুবক খাবার ডেলিভারি এজেন্ট হিসাবে কাজ করতেন। যে সময় দুর্ঘটনাটি ঘটে, তখন ওই যুবক খাবার ডেলিভারি করছিলেন। পিছন থেকে আচমকা একটি গাড়ি এসে ধাক্কা মারে। এরপরে তাঁকে গাড়িটি ৫০০ মিটার টেনে নিয়ে যায়। দুর্ঘটনায় (Accident) মৃত্যু হয় ওই যুবকের।
পুলিশের তরফে জানানো হয়েছে, মৃত ওই যুবকের নাম কৌশল। তিনি সুইগিতে ডেলিভারি এজেন্ট হিসাবে কাজ করতেন। নববর্ষের রাতেও তিনি খাবার ডেলিভারির কাজে বের হয়েছিলেন। নয়ডার সেক্টর ১৪-র কাছে আচমকাই একটি গাড়ি এসে তাঁর বাইকে ধাক্কা মারে। ধাক্কা মারার পরও গাড়িটি দাঁড়ায়নি। প্রায় ৫০০ মিটার টেনে নিয়ে যায়।
এরপরে গাড়ির চালক একটি মন্দিরের কাছে দাঁড় করায়, চাকায় কৌশলের দেহ জড়িয়ে থাকতে দেখে তাঁর দেহটি ফেলে রেখে গাড়ি নিয়ে পালিয়ে যায়। রাত ১টা নাগাদ কৌশলের ভাই অমিত ফোন করেন খোঁজ নেওয়ার জন্য। সেই সময় পথচলতি এক ব্যক্তি ফোন ধরেন এবং দুর্ঘটনার কথা জানান।
দুর্ঘটনার খবর শুনে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছন অমিত। তিনিই পুলিশে অভিযোগ জানান। তাঁর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। তদন্তকারী এক আধিকারিক জানান, নয়ডার সেক্টর-১৪ র সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ঘাতক গাড়ির খোঁজ করা হচ্ছে।
উল্লেখ্য, নববর্ষের রাতে দিল্লিতেও একই ঘটনা ঘটে। অঞ্জলি সিং নামক এক যুবতীর স্কুটিতে ধাক্কা মারে একটি বলেরো গাড়ি। দুর্ঘটনার পরেও গাড়িটি দাঁড়ায়নি। প্রায় ১২ কিলোমিটার টেনে হিচড়ে নিয়ে যায় অঞ্জলিকে।