মুম্বই: সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে আর্থিক তছরুপের মামলায় ইতিমধ্যেই নাম জড়িয়েছে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজের। চার্জশিটে নাম সামনে আসার পর থেকে দফায় দফায় জিজ্ঞাসাবাদও করা হয়েছে অভিনেত্রীকে। এবার নতুন করে আরও এক বিড়ম্বনায় জড়ালেন জ্যাকলিন। এবার শুরু দুই অভিনেত্রীর লড়াই। জ্যাকলিনের বিরুদ্ধে ২০০ কোটির মানহানির মামলা করলেন আর এক বলি অভিনেত্রী নোরা ফতেহি।
তাঁর সম্পর্কে অপমানজনক মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ তুলে মামলা করেছেন নোরা। তাঁর অভিযোগ, তাঁর সম্পর্কে জ্যাকলিনের সেই মন্তব্য বিভিন্ন সংবাদমাধ্যমে প্রচারও করা হয়েছে। নোরার অভিযোগ, যাতে তাঁকে সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে ধাক্কা খেতে হয়, সে কারণেই নাকি এমনটা করা হয়েছে। তাঁর দাবি, তাঁর সাফল্য অনেক অভিনেতা বা অভিনেত্রীর জন্য হিংসার কারণ হয়ে দাঁড়াচ্ছে, তাই নানা রকম ষড়যন্ত্র করা হচ্ছে। নোরা ফতেহির তরফে আবেদনে জানানো হয়েছে, তাঁর উত্তরোত্তর বৃদ্ধি পাওয়া সাফল্যের কারণেই অনেকে ষড়যন্ত্র করছেন।
আদতে, সুকেশ চন্দ্রশেখর মামলায় জ্যাকলিন ও নোরা দুজনকেই তলব করেছিল ইডি। সুকেশের কাছ থেকে বহুমূল্য উপহার নেওয়ার অভিযোগ উঠেছে তাঁদের বিরুদ্ধে। গত ২ ডিসেম্বর ইডি-র জিজ্ঞাসাবাদের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে উপহার নেওয়ার কথা অস্বীকার করেন নোরা।
সুকেশের বিরুদ্ধে মামলায় প্রথম চার্জশিটে জ্যাকলিনের নাম না থাকলেও, দ্বিতীয় চার্জশিটে ছিল অভিনেত্রীর নাম। এরপর জ্যাকলিন দাবি করেছিলেন, শুধু তিনি একা নন, অনেকেই সুকেশের কাছ থেকে নানা ধরনের উপহার নিয়েছেন। এই প্রসঙ্গে নোরা ফতেহির নামও সামনে আনেন তিনি। জ্যাকলিনের বক্তব্য ছিল, বাকিরা সাক্ষী হলে, তিনি অভিযুক্ত কেন?
নোরার দাবি, একটি চ্যারিটি অনুষ্ঠানে যোগ দিয়ে গিয়েছিলেন তিনি। সেখানে সুকেশের স্ত্রীর হাত থেকে দুটি উপহার পান তিনি, একটি আইফোন ও একটি বহুমূল্য ব্যাগ। পরে সুকেশ ও তাঁর স্ত্রী লীনা তাঁকে ফোন করে জানান, তাঁরা নোরার অনুরাগী। নোরার কথায়, ইন্ডাস্ট্রিতে অভিনেতা-অভিনেত্রীদের কাছে ভাবমূর্তিটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, তাঁর সহকর্মীদের সবারই সেটা জানা আছে। তাই উদ্দেশ্য প্রণোদিতভাবে এমন কাজ করা হয় বলে অভিযোগ নোরার।