এক সপ্তাহও সময় নেই হাতে! করোনা টিকা সরবরাহ নিয়ে রাজ্যগুলিকে বার্তা কেন্দ্রের

স্বাস্থ্যকর্মী-সহ প্রথম সারির কর্মীদের আর সপ্তাহখানেকের মধ্যেই টিকা দেওয়ার কাজ শুরু হয়ে যাবে বলে এদিনের বৈঠকে ইঙ্গিত দেওয়া হয়েছে

এক সপ্তাহও সময় নেই হাতে! করোনা টিকা সরবরাহ নিয়ে রাজ্যগুলিকে বার্তা কেন্দ্রের
এক সপ্তাহও সময় নেই হাতে! করোনা টিকা সরবরাহ নিয়ে রাজ্যগুলিকে বার্তা কেন্দ্রের
Follow Us:
| Updated on: Dec 30, 2020 | 12:45 AM

কলকাতা: হাতে আর এক সপ্তাহ‌ও সময় নেই। মঙ্গলবার এই মর্মেই করোনা টিকা (Covid Vaccine) সরবরাহ নিয়ে রাজ্যগুলিকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক (Central Health Ministry) বার্তা দিয়েছে বলে খবর। এদিন রাজ্য সরকারগুলির সঙ্গে ভিডিয়ো কনফারেন্সে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের কর্তারা বৈঠক করেন। সেই বৈঠকে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী-সহ প্রথম সারির কর্মীদের আর সপ্তাহখানেকের মধ্যেই টিকা দেওয়ার কাজ শুরু হয়ে যাবে বলে এদিনের বৈঠকে ইঙ্গিত দেওয়া হয়েছে।‌

বস্তুত, নতুন বছরের প্রথম দিন‌ই এই সংক্রান্ত ঘোষণার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না রাজ্য স্বাস্থ্য দফতরের কর্তাদের একাংশ। স্বাস্থ্য ভবন সূত্রের খবর, সোমবার সন্ধ্যা থেকে এ রাজ্যে যে ৬ লক্ষ চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং প্রথম সারির কর্মীদের নাম রয়েছে তা কো-উইন সফটওয়্যারে তোলার কাজ শুরু হয়েছে বলে খবর। অনেক রাজ্যে সেই কাজ ইতিমধ্যে হয়ে গিয়েছে।

আরও পড়ুন: ‘ভ্যাকসিন পাবেন বিনামূল্যে’! টিকা না এলেও ডাক্তারবাবুদের মেসেজ পাঠাচ্ছে রাজ্য সরকার

‌পশ্চিমবঙ্গে বিলম্বের পিছনে রয়েছে সেই দিল্লির সঙ্গে তথ্য আদনপ্রদানে রাজ্যের নিমরাজি মনোভাব। করোনা টিকা প্রাপকদের মোবাইল নম্বর চেয়েছিল দিল্লি। কিন্তু আয়ুষ্মান ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বার্তা-সহ পোস্টকার্ড পাঠানোর অভিজ্ঞতা থেকে বিধানসভা ভোটের আগে তা দিতে রাজি ছিল না স্বাস্থ্য ভবন। এদিকে কেন্দ্রের বক্তব্য ছিল, মোবাইল নম্বর না দিলে কো-উইন অ্যাপে নাম নথিভুক্ত হবে কী করে! শেষ পর্যন্ত তথ্যের আদানপ্রদান সংক্রান্ত টানাপড়েনে ইতি পড়েছে। এই সপ্তাহের মধ্যেই এ রাজ্যের টিকা প্রাপকদের নাম নথিভুক্তের প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে বলে খবর।

আরও পড়ুন: কলকাতার নমুনায় ব্রিটেনের স্ট্রেন? দিল্লির দ্বারস্থ এনআইবিএমজি