AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘ভ্যাকসিন পাবেন বিনামূল্যে’! টিকা না এলেও ডাক্তারবাবুদের মেসেজ পাঠাচ্ছে রাজ্য সরকার

"আপনাকে করোনার লড়াইয়ের জন্য সরকারের তরফে সম্মান জানানোর পাশাপাশি ভ্যাকসিন পৌঁছে দেওয়া হবে সম্পূর্ণ বিনামূল্যে। আপনি ও আপনার পরিবার ভালো থাকুন।"

'ভ্যাকসিন পাবেন বিনামূল্যে'! টিকা না এলেও ডাক্তারবাবুদের মেসেজ পাঠাচ্ছে রাজ্য সরকার
| Updated on: Dec 30, 2020 | 12:33 AM
Share

কলকাতা: ‘আপনি ভ্যাকসিন পাবেন বিনামূল্যে’! ভ্যাকসিন (Covid Vaccine ) হাতে না এলেও হাতফোনে ডাক্তারবাবুদের মেসেজ পাঠাচ্ছে রাজ্য সরকার। সম্প্রতি রাজ্যের সরকারি-বেসরকারি চিকিৎসকদের কাছে সরকারের তরফে পৌঁছে যাচ্ছে একটি নির্দিষ্ট মেসেজ। সেখানে লেখা থাকছে, “আপনাকে করোনার লড়াইয়ের জন্য সরকারের তরফে সম্মান জানানোর পাশাপাশি ভ্যাকসিন পৌঁছে দেওয়া হবে সম্পূর্ণ বিনামূল্যে। আপনি ও আপনার পরিবার ভালো থাকুন।”

চিকিৎসকরা যদিও সরকারের এই পদক্ষেপে খুশি। বিশিষ্ট পালমোনোলজিস্ট অনির্বাণ বিশ্বাস বলেন, “আমরা করোনার বিরুদ্ধে একেবারে সামনে দাঁড়িয়ে মানুষকে বাঁচানোর লড়াই করেছি। এটা তার স্বীকৃতি। আর সরকারের তরফে আমাদের বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার কথা মোবাইলের মেসেজ মারফতে জানানো হয়েছে। সরকারের সেই দায়িত্ববোধকে অবশ্যই সম্মান জানাচ্ছি। তবে ভ্যাকসিন কবে আসবে, কবে দেওয়া হবে সে বিষয়ে কিন্তু কিছু লেখা হয়নি।”

চিকিৎসক কৌশিক লাহিড়ী বলেন, “মেসেজটা এসেছে আমার হাতফোনের ইনবক্সে। সরকারের পক্ষ থেকে এই প্রথম বোধহয় কোনো সম্মান পেলাম। ধন্যবাদ, কৃতজ্ঞতা। তবে বিনামূল্যে নয়, কৃতজ্ঞতার প্রকাশ হিসেবে আমি ভ্যাকসিনটি কিনতে চাই।”

আরও পড়ুন: কলকাতার নমুনায় ব্রিটেনের স্ট্রেন? দিল্লির দ্বারস্থ এনআইবিএমজি

চিকিৎসকদের একাংশর মত অনুযায়ী, চিকিৎসক ছাড়াও অগ্রাধিকারের ভিত্তিতে সমস্ত বয়োজ্যেষ্ঠ নাগরিক, স্বাস্থ্যকর্মী, পুলিস, সাফাইকর্মী, অ্যাম্বুলেন্স ড্রাইভার এবং গৃহহীনদের এই ভ্যাকসিন অবিলম্বে এবং বিনামূল্যে দেওয়া উচিত। এককথায় সকল নাগরিক আসুন এই ভ্যাকসিনর আওতায়।

ভ্যাকসিন বাজারে বা দেশে এসে না পৌঁছালেও অগ্রাধিকারের ভিত্তিতে প্রাপকদের তালিকা তৈরি হয়েছে দেশজুড়ে। প্রথম সারির স্বাস্থ্যকর্মীদের তালিকা প্রস্তুত এ রাজ্য। তবে রাজ্য সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানাচ্ছেন চিকিৎসকদের বড় অংশ।

আরও পড়ুন: করোনার গলায় ঘণ্টা বাঁধবে কে? উদাসীন নেতা-মন্ত্রীরা, উদ্বেগে চিকিৎসকরা