ভোপাল: কর ফাঁকির অভিযোগ প্রাক্তন বিজেপি বিধায়কের বিরুদ্ধে। অভিযান চালিয়েছিল আয়কর দফতর। তল্লাশিতে সোনাদানা তো মিললই, তবে তার সঙ্গে যা পাওয়া গেল, তাতে চক্ষু চড়কগাছ আয়কর আধিকারিকদের। এ তো খাল কাটতে কুমির। আক্ষরিক অর্থেই বিজেপি নেতার বাড়ি থেকে মিলল কুমির। তাও আবার তিন-তিনটে।
মধ্য প্রদেশের সাগর জেলার বাসিন্দা, প্রাক্তন বিজেপি বিধায়ক হর্ষবংশ সিং রাঠোরের বাড়িতে হানা দিয়েছিল আয়কর দফতর। তাঁর বিড়ির ব্যবসা রয়েছে। আয়কর দফতরের কাছে খবর আসে যে ১৫৫ কোটি টাকার কর ফাঁকি দেওয়া হয়েছে। এই সূত্র ধরেই অভিযান চালায় আয়কর দফতর।
প্রাক্তন বিধায়কের বাড়িতে তল্লাশি চালিয়ে নগদ ৩ কোটি টাকা,সোনা-রুপোর গহনা, বেনামী বিদেশি গাড়ি পাওয়া যায়। তদন্তে নেমে জানা যায়, ব্যবসায় তাঁর অংশীদার ছিলেন প্রাক্তন কাউন্সিলর রাজেশ কেশওয়ানি। তাঁর বিরুদ্ধে একাই ১৪০ কোটি টাকার কর ফাঁকি দেওয়ার অভিযোগ রয়েছে।
এদিকে, প্রাক্তন বিজেপি বিধায়কের বাড়িতে তল্লাশি চালানোর সময়ই আয়কর আধিকারিকদের একটি খাঁচা নজরে আসে। ভিতরে একটি ছোট পুকুরও তৈরি করা। প্রথমে তারা কিছুই দেখতে না পেলেও, পরে দেখতে পান পুকুর থেকে উঠে আসছে কুমির। পরে পরিচারকদের কাছ থেকে খোঁজ-খবর নিয়ে জানতে পারেন, একটা নয়, মোট তিনটে কুমির রয়েছে।
কুমির দেখে তো তাদের হার্ট অ্যাটাক হওয়ার জোগাড়। পরে আয়কর আধিকারিকরাই বন দফতরে খবর দেন।