Adoption: দত্তক ছেলে বা মেয়ে নয়, পরিচয় শুধু ‘সন্তান’, বড় সিদ্ধান্ত এই রাজ্যের

ঈপ্সা চ্যাটার্জী |

Mar 25, 2025 | 6:38 PM

Adoption Law: সমাজকর্মী ভি পোলাম্মা এই সিদ্ধান্তের প্রশংসা করে বলেন, "২০০৫ সালে হিন্দু দত্তক ও রক্ষণাবেক্ষণ আইনের অধীনে মেয়েদেরও সম্পত্তিতে সমান অধিকার দেওয়া হয়েছে। দত্তক আইনেও এই সমতা থাকা উচিত।"

Adoption: দত্তক ছেলে বা মেয়ে নয়, পরিচয় শুধু সন্তান, বড় সিদ্ধান্ত এই রাজ্যের
প্রতীকী চিত্র।
Image Credit source: Pixabay

Follow Us

রায়পুর: পুত্র বা কন্যা নয়, পরিচয় হবে শুধু সন্তান। আইনি নথিতে এবার আর পুত্র সন্তান বা কন্যা সন্তান উল্লেখ করা থাকবে না, সেখানে উল্লেখ থাকবে শুধুই সন্তান। বড় সিদ্ধান্ত নিল ছত্তীসগঢ় সরকার। শতাব্দী প্রাচীন দত্তক আইনে সংশোধন করা হল। লিঙ্গ বৈষম্য় ঘোচাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সরকারের তরফে জানানো হয়েছে, এবার থেকে সন্তান দত্তক গ্রহণের ক্ষেত্রে আইনি নথিপত্রে দত্তক পুত্র বা দত্তক কন্যা বলে আর উল্লেখ থাকবে না। তাদের পরিচয় দেওয়া হবে শুধুমাত্র সন্তান হিসাবেই।

রাজ্য সরকারের এই সিদ্ধান্ত নিয়ে ছত্তীসগঢ়ের অর্থমন্ত্রী ওপি চৌধুরী বলেন, “১৯০৮ সালের এই আইনে দত্তক নেওয়ার ক্ষেত্রে শুধুমাত্র পুত্র বলে উল্লেখ ছিল। এটা সেই যুগের পুরুষতান্ত্রিক মানসিকতারই পরিচয় ছিল। আমরা এই শব্দটি বদলে দত্তক সন্তান করেছি লিঙ্গ নিরপেক্ষতা ও মহিলাদের সম্মান দিতে।”

সমাজকর্মী ভি পোলাম্মা এই সিদ্ধান্তের প্রশংসা করে বলেন, “২০০৫ সালে হিন্দু দত্তক ও রক্ষণাবেক্ষণ আইনের অধীনে মেয়েদেরও সম্পত্তিতে সমান অধিকার দেওয়া হয়েছে। দত্তক আইনেও এই সমতা থাকা উচিত।”

আরেক সমাজকর্মী বিভা সিংও বলেন যে দত্তক নেওয়ার ক্ষেত্রে লিঙ্গ বৈষম্য মিটল অবশেষে।

প্রসঙ্গত, ২০২১ সালের জানুয়ারি মাস থেকে চলতি বছরেক ফেব্রুয়ারি মাস পর্যন্ত ছত্তীসগঢ়ে ৪১৭টি শিশুকে দত্তক নেওয়া হয়েছে, যার মধ্যে ২৪৬ জন কন্যাসন্তান। ছেলে হোক বা মেয়ে, দত্তকের নথিতে ‘দত্তক পুত্র’ বলেই উল্লেখ ছিল। এই নিয়েই অনেকে আপত্তি জানান। এরপরই সরকার দত্তক আইনে সংশোধন করল।