পানাজি: গোয়া কংগ্রেস সংকটজনক পরিস্থিতির মধ্যে রয়েছে। সেখানে বেশ কিছু কংগ্রেস নেতার দলত্যাগের সম্ভাবনা আরও জোরাল হচ্ছে। গোয়ায় তৈরি হওয়া রাজনৈতিক সংকট সামাল দিতে ইতিমধ্যেই প্রবীণ কংগ্রেস নেতা মুকুল ওয়াসনিককে সেখানে পাঠিয়েছেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী। বিধানসভা নির্বাচনে ৪ মাসের মধ্যেই এই পরিস্থিতি তৈরি হওয়ায়, চাপে রয়েছে কংগ্রেস। কংগ্রেসের একটা বড় অংশ মনে করছিল, দল ভাঙানোয় বিজেপির বড় ভূমিকা রয়েছে। এবার গোয়া কংগ্রেসে তৈরি হওয়া রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মুখ খুলল বিজেপি। সোমবার বিজেপি জানিয়েছে, গোয়ার প্রধান বিরোধী দল কংগ্রেসে যে নতুন সমস্যা দেখা দিয়েছে, তাতে তাদের কোনও ভূমিকা নেই। সোমবার গোয়ার দলীয় কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি মুখপাত ইয়াতীশ নায়েক জানিয়েছেন, রবিবার থেকে কংগ্রেসের অন্দরে যে রাজনৈতিক মতানৈক্য তৈরি হয়েছে তার জন্য বিজেপিকে কোনও ভাবেই দায়ী করা উচিত নয়। তিনি বলেন, “কংগ্রেসের অন্দরে যা হচ্ছে, তার পিছনে বিজেপির কোনও ভূমিকা নেই।” বিদ্রোহী কংগ্রেস বিধায়করা মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্তের সঙ্গে দেখা করেছিলেন। সেই প্রসঙ্গে নায়েক বলেন, “বিধানসভা অধিবেশনের কথা মাথায় রেখে অনেক বিধায়কই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করছেন। এর অর্থ এই নয় যে এর পিছনে বিজেপির হাত রয়েছে।”
কয়েকদিন আগেই প্রতিবেশী রাজ্য মহারাষ্ট্রে রাজনৈতিক পালাবদল হয়েছে। শিবসেনা নেতা একনাথ শিন্ডের নেতৃত্বে সিংহভাগ বিধায়ক মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে শেষমেশ মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হয়েছিলেন শিবসেনা প্রধান। বিজেপি বিধায়কদের সমর্থন নিয়ে ৩০ জুন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছিলেন একনাথ শিন্ডে। গোয়ার পরিস্থিতি খানিক আলাদা। ৪০ আসনের গোয়া বিধানসভায় ২৫ জন বিধায়কের সমর্থন নিয়ে বিজেপি জোট ক্ষমতায় রয়েছে, তাই কংগ্রেস ভাঙিয়ে সরকার গঠনের যুক্তিও খারিজ হয়ে যাচ্ছে। তবে রাজনৈতিক মহলের একাংশের মতে, রাষ্ট্রপতি নির্বাচনের কথা মাথায় রেখেই কংগ্রেসে বিধায়কদের দল বদলে ইন্ধন থাকতে পারে গেরুয়া শিবিরের।
গোয়ার ১১ জন কংগ্রেস বিধায়কের মধ্যে মাইকেল লোবো, দিগম্বর কামাত, কেদার নায়েক, রাজেশ ফালদেসাই এবং ডেলিয়ালাহ লোবোর মতো ৫ বিধায়ক দলীয় নেতৃত্বের সঙ্গে সম্পূর্ণ যোগাযোগহীন হয়ে গিয়েছেন। পরিবর্তিত পরিস্থিতিতে মাইকেল লোবোকে বিধানসভার বিরোধী দলনেতা পদ থেকে সরিয়ে দিয়েছে কংগ্রেস। সোমবার গোয়া কংগ্রেসের সভাপতি অমিত পাটকর জানিয়েছে, ৭ জন কংগ্রেস বিধায়ক দলের সঙ্গে রয়েছে। অমিত জানিয়েছেন, মুকুল ওয়াসনিকের সঙ্গে আলোচনার পর নতুন বিরোধী দলনেতা বেছে নেওয়া হবে।