Golden Visa: ভারতীয়দের জন্য এক্সক্লুসিভ অফার, ২৩ লাখেই ‘সোনার দেশে’ সারাজীবনের মতো থাকার পারমিট! কীভাবে আবেদন করবেন?
UAE Golden Visa: এবার সংযুক্ত আরব আমিরশাহিতে নমিনেশন ভিত্তিক গোল্ডেন ভিসা পাওয়া যাবে, যার দাম পড়বে ১ লক্ষ দিরহাম। ভারতীয় মুদ্রায় যার অঙ্ক আনুমানিক ২৩ লক্ষ ৩০ হাজার টাকা।

নয়া দিল্লি: বিদেশে থাকার স্বপ্ন? চান প্রচুর টাকা উপার্জন করতে? তাহলে আপনার জন্য রয়েছে সুবর্ণ সুযোগ। সংযুক্ত আরব আমিরশাহি দিচ্ছে সে দেশে থাকার সুযোগ। কড়ি ফেললেই পাবেন গোল্ডেন ভিসা, যার মাধ্যমে সংযুক্ত আরব আমিরশাহিতে পাকাপাকিভাবে থাকার সুযোগ পাবেন।
এবার সংযুক্ত আরব আমিরশাহিতে নমিনেশন ভিত্তিক গোল্ডেন ভিসা পাওয়া যাবে, যার দাম পড়বে ১ লক্ষ দিরহাম। ভারতীয় মুদ্রায় যার অঙ্ক আনুমানিক ২৩ লক্ষ ৩০ হাজার টাকা। এর জন্য দুবাই বা আমিরশাহির অন্য কোথাও সম্পত্তি কিনতে বা ব্যবসায় বিনিয়োগ করতে হবে না।
এই নতুন গোল্ডেন ভিসায় অগ্রগণ্যতা পাবে ভারতীয় ও বাংলাদেশিরাই। আপাতত পাইলট প্রজেক্ট হিসাবে এই ভিসা শুরু হচ্ছে। প্রথম তিন মাসেই ৫ হাজারেরও বেশি ভারতীয় গোল্ডেন ভিসায় আবেদন করবেন বলে অনুমান করা হচ্ছে।
আগে সংযুক্ত আরব আমিরশাহিতে থাকার জন্য বা ভিসা পাওয়ার জন্য কমপক্ষে ২ লক্ষ দিরহামের (৪.৬৬ কোটি টাকা)-র সম্পত্তিতে বিনিয়োগ করতে হত। এবার নমিনেশনের ভিত্তিতে সংযুক্ত আরব আমিরশাহিতে গোল্ডেন ভিসা দেওয়া হবে।
কারা আবেদন করতে পারবেন?
প্রাথমিক স্তরে ভারতীয় ও বাংলাদেশিরাই গোল্ডেন ভিসার জন্য আবেদন করতে পারবেন। খরচ পড়বে ২৩.৩০ লক্ষ টাকা।
কী কী শর্ত রাখা হয়েছে?
গোল্ডেন ভিসার জন্য যারা আবেদন করবেন, তাদের কোনও অপরাধের রেকর্ড থাকা যাবে না।
আর্থিক তছরুপের রেকর্ড থাকা যাবে না।
সোশ্যাল মিডিয়ার গতিবিধির উপরে নজর রাখা যাবে।
সংযুক্ত আরব আমিরশাহির সংস্কৃতি, বাণিজ্য, বিজ্ঞান, অর্থনীতি বা স্টার্টআপে অবদান রাখবে।
কারা এই আবেদন প্রক্রিয়া দেখবে?
রায়াদ গ্রুপ গোল্ডেন ভিসার আবেদন প্রক্রিয়া দেখবে। আবেদনপত্র যাচাই করার পর তা সংযুক্ত আরব আমিরশাহি সরকারের কাছে পাঠানো হবে চূড়ান্ত সিলমোহরের জন্য। অনলাইনে বা দুবাইয়ে গিয়ে এই আবেদন করা যাবে।

