প্রশ্ন ফাঁস বিতর্কের মধ্যে স্থগিত CSIR-UGC-NET পরীক্ষা!

Jun 21, 2024 | 9:36 PM

CSIR-UGC-NET: স্থগিত হয়ে গেল সিএসআইআর-ইউজিসি-এনইটি (CSIR-UGC-NET) পরীক্ষা। ২৫ ও ২৭ জুন এই পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু শুক্রবার (২১ জুন), এই পরীক্ষা আপাতত স্থগিত করা হল বলে জানিয়েছে, ন্যাশনাল টেস্টিং এজেন্সি।

প্রশ্ন ফাঁস বিতর্কের মধ্যে স্থগিত CSIR-UGC-NET পরীক্ষা!
প্রতীকী ছবি
Image Credit source: Twitter

Follow Us

নয়া দিল্লি: নিট-ইউজি এবং ইউজিসি-নেট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ নিয়ে দেশ জোড়া বিতর্কের মধ্যে, স্থগিত রাখা হল আরও এক যোগ্যতা অর্জনের সর্বভারতীয় পরীক্ষা। ২৫ ও ২৭ জুন, অর্থাৎ, পরের সপ্তাহেই হওয়ার কথা ছিল সিএসআইআর-ইউজিসি-এনইটি (CSIR-UGC-NET) পরীক্ষা। কিন্তু, আপাতত এই পরীক্ষা স্থগিত করা হল বলে, জানিয়েছে, ন্যাশনাল টেস্টিং এজেন্সি। শুক্রবার (২১ জুন) তারা জানিয়েছে, ‘অনিবার্য পরিস্থিতি’ এবং ‘লজিস্টিক সমস্যা’র কারণে এই পরীক্ষা আপাতত স্থগিত রাখা হল। এই পরীক্ষার সংশোধিত সময়সূচী পরে এনটিএ-র সরকারি ওয়েবসাইটে ঘোষণা করা হবে। বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে জুনিয়র ফেলোশিপ প্রোগ্রামের জন্য প্রার্থীদের যোগ্যতা নির্ধারণ করা হয় এই পরীক্ষার মাধ্যমে।

এনটিএ-র বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “প্রার্থীদের এতদ্বারা জানানো হচ্ছে যে, জয়েন্ট সিএআইআর-ইউজিসি-এনইটি (CSIR-UGC-NET) পরীক্ষা, যা ২০২৪-এর জুনের মধ্যে (২৫.০৬.২০২৪ থেকে ২৭.০৬.২০২৪) হওয়ার কথা ছিল, অনিবার্য পরিস্থিতির পাশাপাশি লজিস্টিক সমস্যার কারণে তা স্থগিত রাখা হচ্ছে। এই পরীক্ষার সংশোধিত সময়সূচী পরে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে ঘোষণা করা হবে।”

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নির্ধারিত যোগ্যতার মানদণ্ড পূরণ করা ভারতীয় বিশ্ববিদ্যালয় ও কলেজগুলিতে, জুনিয়র রিসার্চ ফেলোশিপ (JRF), লেকচারশিপ (LS) এবং সহকারী অধ্যাপকের যোগ্যতা নির্ধারণের জন্য জয়েন্ট CSIR-UGC-NET পরীক্ষা নেওয়া হয়। ঠিক কী ধরণের ‘অনিবার্য পরিস্থিতি’ তৈরি হয়েছে, যার জন্য এই পরীক্ষা স্থগিত রাখতে হল, তা জানায়নি এনটিএ।

এর আগে, ইউজিসি-নেট (UGC-NET) পরীক্ষা বাতিল করেছে এনটিএ। তারা জানিয়েছে, ডার্ক ওয়েবে এই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছিল। বিতর্ক রয়েছে নিট পরীক্ষা, অর্থাৎ ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট নিয়েও। গ্রেস মার্কের দৌলতে এবার বহু ছাত্রছাত্রী ৭২০-র মধ্যে ৭২০ নম্বর পেয়েছে। যা এক কথায় অসম্ভব। বিহারের পটনার পুলিশ, এই পরীক্ষার প্রশ্ন ফাঁসের এক চক্রের সন্ধানও পেয়েছে। ইউজিসি-নেট পরীক্ষা বাতিল করাল হলেও, নিট বাতিলের কোনও পরিকল্পনা নেই বলে জানিয়েছে সরকার। তবে, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান মেনে নিয়েছেন, ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ-র কার্যকলাপ নিয়ে প্রশ্ন উঠেছে, অভিযোগ রয়েছে। এরই মধ্যে স্থগিত রাখা হল আরও এনটিএ পরিচালিত আরও এক পরীক্ষা।

Next Article