AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Naveen Pattnaik: বিরোধী-জোটে থাকবেন কি? প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর ইঙ্গিত নবীন পট্টনায়কের

PM Modi-Naveen Pattnaik: এদিন সন্ধ্যায় দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন ওড়িশার মুখ্যমন্ত্রী তথা বিজেডি প্রধান নবীন পট্টনায়েক। প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর বেশ কিছুক্ষণ কথাবার্তাও হয়।

Naveen Pattnaik: বিরোধী-জোটে থাকবেন কি? প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর ইঙ্গিত নবীন পট্টনায়কের
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ওড়িশার মুখ্যমন্ত্রীর।
| Edited By: | Updated on: May 11, 2023 | 8:30 PM
Share

নয়া দিল্লি: বিরোধী জোটে নেই বিজু জনতা দল (BJD)। বৃহস্পতিবার দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi) সঙ্গে দেখা করার পর একথাই স্পষ্ট করে দিলেন BJD প্রধান তথা ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক (Naveen Pattnaik)। ২০২৪ লোকসভা নির্বাচনে জোট প্রসঙ্গে তিনি জানান, তাঁর দল বিজু জনতা দল (BJD) ‘একাই লড়বে’ এবং সেটা ‘সর্বদা পরিকল্পনামাফিক’ হয়।

এদিন সন্ধ্যায় দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন ওড়িশার মুখ্যমন্ত্রী তথা বিজেডি প্রধান নবীন পট্টনায়েক। প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর বেশ কিছুক্ষণ কথাবার্তাও হয়। যদিও ঠিক কী বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর আলোচনা হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। এই সাক্ষাৎকারকে কেবল ‘সৌজন্য সাক্ষাৎকার’ বলেই জানিয়েছেন নবীন পট্টনায়েক। এরপরই বিরোধী-জোটের সঙ্গে তিনি সামিল হচ্ছেন কিনা জিজ্ঞাসা করা হলে বিজেডি প্রধান বলেন, “আমার দল সমদূরত্ব বজায় রাখছে এবং সেটা সবসময় পরিকল্পনামাফিক হয়।” এই সফরে অন্য কোনও রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করার পরিকল্পনা ছিল না বলেও জানান নবীন পট্টনায়েক। এবার দিল্লি সফরে বিরোধী দলগুলির নেতা যেমন, আম আদমি পার্টির (AAP) অরবিন্দ কেজরীবাল ও ভগবন্ত মান, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে. চন্দ্রশেখর রাও এবং তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে স্ট্যালিনের সঙ্গে বৈঠক করার জল্পনা শুরু হয়েছিল রাজধানীতে। এদিন সেই জল্পনা কার্যত উড়িয়ে দিলেন তিনি। বিজেডি প্রধানের কথায়, “এই সফরে তো নয়, এর পরেও এই বিষয়টি নিয়ে আমি ভাবিত নই।”

প্রসঙ্গত, ৭৬ বছর বয়সি প্রবীণ এই রাজনীতিক এখনও পর্যন্ত সর্বদা কেন্দ্রের সরকারকেই সমর্থন করে এসেছেন, সেটা BJP নেতৃত্বাধীন NDA হোক অথবা কংগ্রেস। এই সিদ্ধান্ত এখনই বদল হচ্ছে না বলে এদিন স্পষ্ট করে দেন নবীন পট্টনায়েক। যদিও দিন কয়েক আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা বিজেপির অন্যতম সমালোচক মমতা বন্দ্যোপাধ্যায়ও ওড়িশায় গিয়ে নবীন পট্টনায়কের সঙ্গে দেখা করেছিলেন। তারপর মঙ্গলবার নবীন পট্টনায়েকের সঙ্গে দেখা করেন বিহারের মুখ্যমন্ত্রী তথা আগামী লোকসভা নির্বাচনে বিরোধী জোটের অন্যতম উদ্যোক্তা নীতীশ কুমার। কিন্তু, সেটিও ‘সৌজন্য সাক্ষাৎকার’ বলে জানিয়েছিলেন নবীন পট্টনায়ক। জোটের বিষয়ে কোনও আলোচনা হয়নি দাবি জানিয়ে তিনি বলেন, “আমাদের বন্ধুত্বের কথা সকলেরই জানা এবং আমরা বহু বছরের সহকর্মী। জোট নিয়ে কোনও আলোচনা হয়নি।”