Vande Bharat Express: হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসের ট্রায়াল রান সফল, আরও সেমি হাইস্পিড চালু করার আবেদন নবীন সরকারের

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Apr 28, 2023 | 11:08 PM

ওড়িশার পরিবহণমন্ত্রী টুকুনি সাহু রেলমন্ত্রীকে দেওয়া চিঠিতে লিখেছেন, "জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে ওড়িশায় আরও বেশি বন্দে ভারত এক্সপ্রেস দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি।"

Vande Bharat Express: হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসের ট্রায়াল রান সফল, আরও সেমি হাইস্পিড চালু করার আবেদন নবীন সরকারের
ফাইল চিত্র

Follow Us

ভুবনেশ্বর: শীঘ্রই চালু হতে চলেছে হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। শুক্রবার এই ট্রেনের প্রথম ট্রায়াল রান সফল হয়েছে। তবে কেবল একটি বন্দে ভারত এক্সপ্রেস নয়, আরও কতকগুলি রুটে সেমি হাই স্পিডের এই ট্রেন দেওয়ার দাবি জানিয়েছে ওড়িশা সরকার (Odisha Government)। যার মধ্যে রয়েছে- ভুবনেশ্বর-হায়দরাবাদ (Bhubaneswar-Hyderabad), পুরী-রায়পুর (Puri-Raipur) এবং পুরী-হাওড়া (Puri-Howrah) রুট।

হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসের সফল ট্রায়াল রানের পর আরও কতকগুলি এই ট্রেনের দাবি জানিয়ে ইতিমধ্যে রেলমন্ত্রীকে চিঠিও লিখেছেন ওড়িশার পরিবহণমন্ত্রী টুকুনি সাহু। চিঠিতে তিনি লিখেছেন, “জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে ওড়িশায় আরও বেশি বন্দে ভারত এক্সপ্রেস দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি।” পুরী-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস দেওয়ার আবেদন জানিয়ে চিঠিতে তিনি লিখেছেন, “যাত্রীদের দ্রুত যাতায়াতের জন্য পুরী এবং হাওড়ার মধ্যেও বন্দে ভারত এক্সপ্রেস চালু করার অনুরোধ জানাচ্ছি।”

ওড়িশার পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানী ভুবনেশ্বরের মধ্যে খুব কম সংখ্যক দ্রুতগামী ট্রেন রয়েছে। তাই পুরী ও রাউরকেল্লার মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস চালু হলে সেটা সম্বলপুরের সঙ্গেও যোগাযোগ স্থাপন করবে বলে সেটা চালু করারও আবেদন জানিয়েছেন পরিবহণমন্ত্রী টুকুনি সাহু। তাঁর মতে, “এটা চালু হলে রাজ্যের অর্থনৈতিক উন্নতি ঘটাতে এবং ঝারসুগুদা, রাউরকেল্লা ও ভুবনেশ্বর বিমানবন্দরের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে সহায়তা করবে।”

আবার হায়দরাবাদ-ভুবনেশ্বর রুটে বন্দে ভারত এক্সপ্রেস চালু করার আবেদন জানিয়ে ওড়িশার পরিবহণমন্ত্রী চিঠিতে জানিয়েছেন, এই রাজ্যের বহু মানুষ হায়দরাবাদে বসবাস করেন। প্রতিদিন এই দুই রাজ্যের মধ্যে ব্যবসায়ী, পর্যটক সহ বহু মানুষের যাতায়াত। তাই ওড়িশার সঙ্গে হায়দরাবাদের যোগাযোগ সহজ করতে বন্দে ভারত এক্সপ্রেস চালু করার আবেদন জানিয়েছেন টুকিনি সাহু।

প্রসঙ্গত, এদিন সকাল ৬টা ১০ মিনিট নাগাদ হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস হাওড়া স্টেশন থেকে ছাড়ে এবং সেটি পুরীতে পৌঁছয় দুপুর ১টা ৫০ মিনিটে। তারপর সেটি হাওড়া ফিরে আসে রাত সাড়ে ৮টায়। হাওড়া থেকে পুরী যেতে ট্রেনটির প্রায় ৬ ঘণ্টা সময় লাগে। আগামী ৩০ এপ্রিল আরও একবার হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসের ট্রায়াল রান হবে। তবে সেটি হাওড়া থেকে ভদ্রক পর্যন্ত চালানো হবে বলে রেল সূত্রে খবর।

Next Article