Odisha: নবীন-শাসন অস্ত যেতেই রাজনীতি ছাড়লেন ‘তাঁর উত্তরসূরি’

Jun 09, 2024 | 5:09 PM

VK Pandian quits politics: সদ্য সমাপ্ত লোকসভা এবং বিধানসভা নির্বাচনে ওড়িশায় প্রায় ধুয়ে মুছে গিয়েছে বিজু জনতা দল। বিজেডি-র এই অস্বস্তিকর পরাজয়ের দায় নিয়েই এদিন, সক্রিয় রাজনীতি থেকে অবসর নেওয়ার ঘোষণা করছেন ভিকে পান্ডিয়ান। তামিলনাড়ুতে জন্ম নেওয়া এই প্রাক্তন আইপিএস অফিসারকেই নবীন পট্টনায়কের উত্তরসূরি হিসেবে ধরা হচ্ছিল।

Odisha: নবীন-শাসন অস্ত যেতেই রাজনীতি ছাড়লেন তাঁর উত্তরসূরি
নবীন ডুবতেই সরলেন পান্ডিয়ান
Image Credit source: Twitter

Follow Us

ভুবনেশ্বর: নবীন পট্টনায়ক তথা বিজেডির বিস্ময়কর পরাজয়ের পরই সক্রিয় রাজনীতি থেকে সরে গেলেন ভিকে পান্ডিয়ান। ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ সহযোগী, তামিলনাড়ুতে জন্ম নেওয়া এই প্রাক্তন আইপিএস অফিসারকেই নবীন পট্টনায়কের উত্তরসূরি হিসেবে ধরা হচ্ছিল। কিন্তু, সদ্য সমাপ্ত লোকসভা এবং বিধানসভা নির্বাচনে ওড়িশায় প্রায় ধুয়ে মুছে গিয়েছে বিজু জনতা দল। বিজেডি-র এই অস্বস্তিকর পরাজয়ের দায় নিয়েই এদিন, সক্রিয় রাজনীতি থেকে অবসর নেওয়ার ঘোষণা করছেন ভিকে পান্ডিয়ান। নির্বাচনের প্রচার পর্বে, তাঁকেই নিশানা করেছিল বিজেপি। তাঁর অঙ্গুলি হেলনেই নবীন পট্টনায়ক রাজ্য পরিচালনা করছিলেন বলে অভিযোগ করেছিল গেরুয়া শিবির। নবীন-রাজের অবসানের পিছনে সেই প্রচারের বড় ভূমিকা রয়েথে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা।

এদিন এক ভিডিয়ো বার্তা প্রকাশ করে বলেছেন, “রাজনীতিতে যোগদানের পিছনে আমার একমাত্র উদ্দেশ্য ছিল নবীনবাবুকে সহায়তা করা। এখন সচেতনভাবে আমি সক্রিয় রাজনীতি থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এই রাজনৈতিক যাত্রায় আমি যদি কাউকে কষ্ট দিয়ে থাকি তাহলে তার জন্য আমি দুঃখিত। যদি আমার বিরুদ্ধে প্রচারের আখ্যানটি, বিজেডির ক্ষতি করে থাকে, তাহলে আমি দুঃখিত। এর জন্য আমি পার্টি কর্মী-সহ সমগ্র বিজু পরিবারের কাছে ক্ষমা চাইছি।”


লোকসভা নির্বাচনের পাশাপাশি, বিধানসভা নির্বাচনেও হারের ফলে, ওড়িশায় নবীন পট্টনায়কের ২৪ বছরের শাসনের অবসান ঘটেছে। বিজেডি-র এই নিদারুণ পরাজয়ের পর, কঠোর সমালোচনার মুখে পড়েছেন ভিকে পান্ডিয়ান। তাঁকেই নবীন পট্টনায়কের সম্ভাব্য উত্তরসূরি হিসাবে দেখা হয়েছিল। তবে, তাঁর জন্ম তামিলনাড়ুতে হওয়ায়, বিজেপি তাঁর বিরুদ্ধে বহিরাগত তত্ব প্রচার করেছিল। তারা বলেছিল, ওড়িশা একজন ওড়িয়া মুখ্যমন্ত্রী চায়। নবীন পট্টনায়কের অসুস্থতার সুযোগে পান্ডিয়ানই বকলমে সরকার চালাচ্ছেন বলে দাবি করা হয়েছিল। এমনকি, পান্ডিয়ানের ষড়যন্ত্রেই নবীন পট্টনায়ক অসুস্থ হয়ে পড়ছেন বলে ইঙ্গিত দিয়েছিলেন খোদ নরেন্দ্র মোদীও।

শনিবার অবশ্য পট্টনায়ক বলেছেন, পান্ডিয়ান তাঁর উত্তরসূরি নন। তাঁর উত্তরসূরি ওড়িশার জনগণই ঠিক করবে। দলের পরাজয়ের জন্য পান্ডিয়ানের সমালোচনা করাও উচিত নয় বলে জানান ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী। পান্ডিয়ান তাঁর দলের জন্য চমৎকার কাজ করেছে বলে দাবি করেন তিনি। নবীন পট্টনায়ক বলেন, “তিনি (পান্ডিয়ান) একজন সত ব্যক্তি। তাঁর সততার জন্যই তাঁকে মনে রাখা উচিত। পান্ডিয়ানের সমালোচনা করা হচ্ছে। এটা দুর্ভাগ্যের। তিনি দলে যোগ দিলেও, কোনও পদ চাননি। তিনি কোনও আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি। আমার উত্তরসূরি সম্পর্কে জিজ্ঞাসা করলে, আমি সবসময় স্পষ্টভাবে বলেছি, পান্ডিয়ান আমার উত্তরসূরি নয়। আমি আবারও বলছি, ওড়িশার জনগণই আমার উত্তরসূরি নির্ধারণ করবে।”

Next Article