নয়াদিল্লি: মহারাষ্ট্র ও হরিয়ানায় বিধানসভা নির্বাচনে খারাপ ফলের পর ইভিএমের নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে কংগ্রেস। এবার এই নিয়ে কংগ্রেসকে আক্রমণ করলেন ইন্ডিয়া জোটের শরিক ন্যাশনাল কনফারেন্সের সহসভাপতি ওমর আবদুল্লা। কংগ্রেসকে বিঁধে তাঁর বক্তব্য, নির্বাচনে জিতলে দলের জয়, আর হারলেই যত দোষ ইভিএমের।
ইন্ডিয়া জোটের দুই শরিক হল কংগ্রেস ও ন্যাশনাল কনফারেন্স। জম্মু ও কাশ্মীরে হাতে হাত মিলিয়ে লড়েছিল তারা। সেখানে ন্যাশনাল কনফারেন্সের নেতৃত্বে জয়ী হয়েছে ইন্ডিয়া জোট। জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী হয়েছেন ওমর আবদুল্লা।
কিন্তু, সম্প্রতি মহারাষ্ট্র ও হরিয়ানায় বিধানসভা নির্বাচনে পর্যুদস্ত হয়েছে কংগ্রেস। মহারাষ্ট্রে তাদের ফল শোচনীয়। এরপরই ইভিএমে ভোট নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন কংগ্রেস নেতারা। আগের মতো ব্যালট পেপারে ভোটের দাবি জানান। কংগ্রেস নেতাদের এই দাবি নিয়েই কটাক্ষ করলেন ওমর আবদুল্লা।
সংবাদসংস্থা পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “একই ইভিএমে যখন আপনি লোকসভা নির্বাচনে একশোর বেশি আসন পান, তখন বলেন এটা দলের জয়। আর কয়েকমাস পর যখন আপনার দল আশানুরূপ ফল করতে পারে না, তখন এটা বলতে পারেন না যে এই ইভিএমে ভোট চাই না।” আরও একধাপ এগিয়ে তিনি বলেন, ভোট পদ্ধতিতে আস্থা না থাকলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা উচিত নয় রাজনৈতিক দলগুলির।
তাঁর এই মন্তব্য কি বিজেপি মুখপাত্রের কথা মনে হচ্ছে না? প্রশ্ন শুনে ওমর আবদুল্লা বলেন, “একদমই নয়। যা ঠিক তা ঠিকই।” পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে দিল্লিতে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের প্রশংসা করেন তিনি। নতুন সংসদ ভবন নিয়ে জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী বলেন, “আমাদের একটা নতুন সংসদ ভবন দরকার ছিল। নতুন সংসদ ভবন তৈরির সিদ্ধান্ত খুবই ভাল ছিল।”