Kangana Ranaut: সেই মান্ডি থেকেই জুটল টিকিট, ৩ বছর আগে কী বলেছিলেন কঙ্গনা?
Lok Sabha Election 2024: হিমাচলের মেয়ে কঙ্গনা। তাঁর জন্মস্থান মান্ডি। সেখান থেকেই এবার তাঁকে প্রার্থী করেছে বিজেপি। দলের ঘোষণার পরই কঙ্গনা জানান, আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিতে পেরে তিনি অত্যন্ত খুশি ও সম্মানিত বোধ করছেন। তবে বছর খানেক আগেই কঙ্গনা কিন্তু বলেছিলেন অন্য কথা।
নয়া দিল্লি: লোকসভা নির্বাচনের পঞ্চম প্রার্থী তালিকায় বড় চমক দিয়েছে বিজেপি। লোকসভা নির্বাচনে প্রার্থী করা হয়েছে বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতকে। হিমাচল প্রদেশের মান্ডি আসন থেকে প্রার্থী করা হয়েছে কঙ্গনাকে। প্রার্থী তালিকা প্রকাশ হতেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বলিউডের ‘কুইনে’র পুরনো একটি পোস্ট, যেখানে তিনি বলেছিলেন পাহাড় থেকে লড়তে তিনি আগ্রহী নন। তাহলে হঠাৎ মতবদল কেন?
হিমাচলের মেয়ে কঙ্গনা। তাঁর জন্মস্থান মান্ডি। সেখান থেকেই এবার তাঁকে প্রার্থী করেছে বিজেপি। দলের ঘোষণার পরই কঙ্গনা জানান, আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিতে পেরে তিনি অত্যন্ত খুশি ও সম্মানিত বোধ করছেন। তবে বছর খানেক আগেই কঙ্গনা কিন্তু বলেছিলেন অন্য কথা। তিনি বলেছিলেন, যদি কখনও নির্বাচনে লড়েন, তবে এমন কোনও রাজ্যের আসন থেকে লড়তে চান, যেখানে অনেক জটিলতা রয়েছে। তাঁর নিজের রাজ্য হিমাচল প্রদেশ থেকে লড়তে আগ্রহী নন, কারণ সেখানে কোনও দারিদ্রতা বা অপরাধ নেই।
২০২১ সালে কঙ্গনা টুইটে লিখেছিলেন, “২০১৯ সালের লোকসভা নির্বাচনে আমায় গোয়ালিয়র কেন্দ্র থেকে লড়াই করার অপশন দেওয়া হয়েছিল। হিমাচল প্রদেশে খুব বেশি হলে ৬০-৭০ লক্ষ জনসংখ্যা, ওখানে কোনও দারিদ্রতা বা অপরাধ নেই। আমি যদি রাজনীতিতে যোগ দিই তবে এমন রাজ্য চাইব, যেখানে অনেক সমস্যা রয়েছে। তাহলে আমি কাজ করতে পারব এবং সেই ক্ষেত্রের কুইন হয়ে উঠব।”
কিন্তু এক বছর বাদেই আবার পাল্টি খেয়েছিলেন কঙ্গনা। একটি সংবাদমাধ্য়মে সাক্ষাৎকারে বলেছিলেন, যদি দল (বিজেপি) সুযোগ দেয়, তবে মান্ডি থেকে লড়বেন।
কঙ্গনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মহাপুরুষ বলে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, “প্রধানমন্ত্রী মোদী ও কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী রাজনৈতিক প্রতিপক্ষ হলেও, মোদীজি জানেন, তাঁর কোনও প্রতিপক্ষ নেই।”