উন্নাও: করোনার (Covid) ধাক্কায় কার্যত বেসামাল গোটা দেশ। অক্সিজেনের অভাব। দেশে ভ্যাকসিনের ঘটতি। ধ্বসে পড়েছেন দেশের অর্থনীতি। অনেকেরই রুজিরুটিতে টান পড়েছে। নানা জায়গায় ইতিমধ্যেই লকডাউন (Lockdown) জারি হয়েছে। তবু রোখা যাচ্ছে না মারণ ভাইরাসকে। দিন আনি দিন খাই মানুষেরা বিপাকে পড়েছে। লকডাউনে রোজগার বন্ধ। দিশেহারা গোটা দেশের সাধারণ মানুষ।
এমন পরিস্থিতিতে এক নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল উত্তরপ্রদেশ। কার্ফু লঙ্ঘনের অপরাধে পুলিশের হাতে মার খেয়ে মৃত্যু হল এক সবজি বিক্রেতার। ঘটনার নিন্দা করেছেন অনেকে। কার্ফু চলার সময় বাড়ির সামনে সবজি বিক্রি করছিলেন ওই বিক্রেতা। সেখান থেকে রোজগার হলেই দিন শেষে মিলবে খাবার। কিন্তু জুটল পুলিশের লাঠি। বাড়ির সামনে থেকে তুলে নিয়ে যায় দু’জন পুলিশ। এরপর থানায় বেধড়ক মারধর চলে। মৃত্যু হয় ১৭ বছর বয়সী সবজি বিক্রেতার।
ঘটনায় অভিযুক্ত দু’জন পুলিশ কনস্টেবেল বিজয় চৌধুরী ও সিমাবৎ এখনও পর্যন্ত ফেরার। থানা সূত্রে জানা গিয়েছে, তাদের খুঁজছে পুলিশ। ঘটনায় নাম জড়িয়েছে আরও একজন হোম গার্ডের। ইতিমধ্যেই তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। তিন জনের বিরুদ্ধেই খুনের মামলা রুজু হয়েছে। ঘটনাটি ঘটেছে উন্নাও জেলায় বাঙ্গারমাউ অঞ্চলে। পরিবারের পক্ষ থেকে অভিযুক্তদের শাস্তি দাবি করা হয়েছে।