Shah Rukh Khan: প্রাণে মারতে চাইছিল এক আইনজীবী! শাহরুখের জীবনে রাতারাতি বড় বদল, ২৪ ঘণ্টাই এবার…

ঈপ্সা চ্যাটার্জী |

Nov 12, 2024 | 11:45 AM

Shah Rukh Khan Death Threat: যে ব্যক্তি শাহরুখ খানকে হুমকি দিয়েছিলেন, তাঁর নাম মহম্মদ ফইজান খান। ছত্তীসগঢ়ের রায়পুরের বাসিন্দা তিনি। সম্প্রতিই তিনি মুম্বই পুলিশে হুমকি বার্তা দিয়েছিলেন। ৫০ লক্ষ টাকা না দিলে, শাহরুখ খানকে প্রাণে মেরে ফেলবেন। ফোন কল ট্রেস করেই অভিযুক্ত মহম্মদ ফইজান খানের কাছে পৌঁছয় মুম্বই পুলিশ।

Shah Rukh Khan: প্রাণে মারতে চাইছিল এক আইনজীবী! শাহরুখের জীবনে রাতারাতি বড় বদল, ২৪ ঘণ্টাই এবার...
শাহরুখ খান।
Image Credit source: Getty Image

Follow Us

নয়া দিল্লি: প্রাণে মারার হুমকি দিয়েছিলেন শাহরুখ খানকে। বাড়ি থেকে আইনজীবীকে গ্রেফতার করল পুলিশ। এতদিন ধরে পুলিশকে ঘোল খাওয়াচ্ছিলেন আইনজীবী। এ দিন ছত্তীসগঢ়ে ওই আইনজীবীর বাড়ি থেকেই তাঁকে গ্রেফতার করে মুম্বই পুলিশ।

জানা গিয়েছে, যে ব্যক্তি শাহরুখ খানকে হুমকি দিয়েছিলেন, তাঁর নাম মহম্মদ ফইজান খান। ছত্তীসগঢ়ের রায়পুরের বাসিন্দা তিনি। সম্প্রতিই তিনি মুম্বই পুলিশে হুমকি বার্তা দিয়েছিলেন। ৫০ লক্ষ টাকা না দিলে, শাহরুখ খানকে প্রাণে মেরে ফেলবেন। ফোন কল ট্রেস করেই অভিযুক্ত মহম্মদ ফইজান খানের কাছে পৌঁছয় মুম্বই পুলিশ। সেই সময় ওই আইনজীবী বলেছিলেন যে তাঁর ফোন চুরি হয়ে গিয়েছে। ২ নভেম্বর পুলিশে অভিযোগ জানিয়েছিলেন বলেও পুলিশকে মিথ্য়া বলে।

তদন্তের স্বার্থে আইনজীবীকে মুম্বই পুলিশ হাজিরা দিতে বলেছিল। হাজিরা না দেওয়ায় ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে ভারতীয় ন্যয় সংহিতার ৩০৮(৪) ধারা (খুনের হুমকি দিয়ে টাকা আদায়) এবং ৩৫১(৩)(৪) (অপরাধমূলক উদ্দেশ্য়) – এ মামলা দায়ের করা হয়েছে।

এদিকে, হুমকি পাওয়ার পরই মুম্বই পুলিশের তরফে শাহরুখ খানের নিরাপত্তা বাড়িয়ে ওয়াই প্লাস (Y+) ক্য়াটেগরি করে দেওয়া হয়েছে। এখন থেকে সর্বদা শাহরুখের সঙ্গে ৬ জন সশস্ত্র পুলিশ ছায়াসঙ্গীর মতো থাকবেন। আগে দুইজন সশস্ত্র পুলিশ থাকত।

Next Article
TMC: ‘তৃতীয় বৃহত্তম দলের প্রতি কতটা সম্মান আছে?’ ফের কমিশনকে পত্রবাণ ডেরেকের
PM Narendra Modi: অতীতেও সংরক্ষণ তুলে দিতে চেয়েছিল কংগ্রেস, প্রমাণ দিলেন মোদী