AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

One Election: ‘এক দেশ এক নির্বাচন’ হলে কী লাভ, কী ক্ষতি? কেন কার্যকর করতে চান নরেন্দ্র মোদী?

One Election: বুধবার (১৮ সেপ্টেম্বর), প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বাধীন কমিটির প্রস্তাব অনুমোদন করেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। বিরোধী শিবির থেকে কিন্তু এই প্রস্তাবের বিরোধিতাই করা হয়েছে। কী এই এক দেশ এক নির্বাচন প্রস্তাব? কেন মোদী সরকার এই প্রস্তাব কার্যকর করতে চাইছে? বিরোধীরাই বা কেন এই প্রস্তাব মানতে চাইছে না? আসুন জেনে নেওয়া যাক -

One Election: 'এক দেশ এক নির্বাচন' হলে কী লাভ, কী ক্ষতি? কেন কার্যকর করতে চান নরেন্দ্র মোদী?
বরাবরই একযোগে নির্বাচনের উপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী মোদীImage Credit: PTI
| Updated on: Sep 24, 2024 | 5:42 PM
Share

সোমবারই, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন, মোদী সরকারের তৃতীয় মেয়াদেই ‘এক দেশ, এক নির্বাচন’ কার্যকর করা হবে। তার একদিন পরই বড় পদক্ষেপ করল মোদী মন্ত্রিসভা। বুধবার (১৮ সেপ্টেম্বর), প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বাধীন কমিটির প্রস্তাব অনুমোদন করল কেন্দ্রীয় মন্ত্রিসভা। মন্ত্রিসভার এই পদক্ষেপে ‘এক দেশ এক নির্বাচন’ প্রস্তাব কার্যকর হওয়ার দিকে আরও এক কদম এগিয়ে গেল বলে মনে করা হচ্ছে। এরপর, রামনাথ কোবিন্দ কমিটির এই প্রস্তাবটি, সংসদের শীতকালীন অধিবেশনে একটি বিল আকারে পেশ করা হবে বলে আশা করা হচ্ছে। তবে, সেই বিল পাশ করাতে মোদী সরকারকে অনেক কাঠখড় পোড়াতে হতে পারে। লোকসভায় মোদী সরকারকে নির্ভর করতে হবে এনডিএ শরিক দলগুলির উপর। আর রাজ্যসভায় বিলটি পাশ করানোর জন্য এনডিএ-র বাইরে থেকেও সমর্থন জোগার করতে হবে। বিরোধী শিবির থেকে কিন্তু এই প্রস্তাবের বিরোধিতাই করা হয়েছে। কী এই এক দেশ এক নির্বাচন প্রস্তাব? কেন মোদী সরকার এই প্রস্তাব কার্যকর করতে চাইছে? বিরোধীরাই বা কেন এই প্রস্তাব মানতে চাইছে না? আসুন জেনে নেওয়া যাক – ...

সম্পূর্ণ খবরটি পড়তে TV9 অ্যাপ ডাউনলোড করুন।

আরও এক্সক্লুসিভ খবরের জন্য TV9 অ্যাপে নজর রাখুন