AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Operation Akhal: রাতভর জঙ্গলে টানা গুলির লড়াই, ‘অপারেশন অখালে’ শহিদ দুই জওয়ান, ড্রোন দিয়ে জঙ্গিদের খোঁজ জারি

Jammu Kashmir Encounter: আজ, শনিবার অপারেশন অখাল নবম দিনে পা রাখল। সেনা-জঙ্গির গুলির লড়াইয়ে নিহত হলেন দুই জওয়ান। আহত মোট জওয়ানের সংখ্যা ১০-এ পৌঁছেছে। এখনও পর্যন্ত এনকাউন্টারে ১০ জঙ্গিকে নিকেশ করা হয়েছে।

Operation Akhal: রাতভর জঙ্গলে টানা গুলির লড়াই, 'অপারেশন অখালে' শহিদ দুই জওয়ান, ড্রোন দিয়ে জঙ্গিদের খোঁজ জারি
কুলগামে চলছে এনকাউন্টার।Image Credit: PTI
| Updated on: Aug 09, 2025 | 9:42 AM
Share

শ্রীনগর: জম্মু-কাশ্মীরের কুলগামে সেনা-জঙ্গি সংঘর্ষ। নিহত দুই সেনা জওয়ান। আরও দুই জওয়ান রাতভর চলা গুলির লড়াইয়ে আহত হয়েছেন। অভিযান এখনও চলছে।

উপত্যকা জুড়ে চলছে অপারেশন অখাল। ১ অগস্ট থেকে শুরু হওয়া অভিযান জম্মু-কাশ্মীরে চলা সবথেকে দীর্ঘ সন্ত্রাস দমন অভিযান। দক্ষিণ কাশ্মীরের অখালের জঙ্গল এলাকায় চলছে চিরুণি তল্লাশি। আজ, শনিবার অপারেশন অখাল নবম দিনে পা রাখল। সেনা-জঙ্গির গুলির লড়াইয়ে নিহত হলেন দুই জওয়ান। আহত মোট জওয়ানের সংখ্যা ১০-এ পৌঁছেছে। এখনও পর্যন্ত এনকাউন্টারে ১০ জঙ্গিকে নিকেশ করা হয়েছে।

গোয়েন্দা সূত্রেই খবর মিলেছিল, দক্ষিণ কাশ্মীরের বিভিন্ন অংশে লুকিয়ে রয়েছে জঙ্গিরা। সেই সূত্র ধরেই জঙ্গি দমন অভিযান শুরু হয়। গতকাল প্রায় সারা রাত ধরে গুলির লড়াই চলে অখালে। সেই সংঘর্ষেই শহিদ ল্যান্স নায়েক প্রীতপাল সিং ও হাবিলদার হারমিন্দর সিং।

সেনা সূত্রে খবর, অখালের গভীর জঙ্গলে কমপক্ষে তিন জঙ্গি লুকিয়ে রয়েছে। এরা সকলেই লস্কর-ই-তৈবার প্রশিক্ষণপ্রাপ্ত। নিরাপত্তা বাহিনী গোটা এলাকা ঘিরে রেখেছে এবং জঙ্গিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। জঙ্গিদের হদিস পেতে ওড়ানো হচ্ছে ড্রোন ও হেলিকপ্টারও। প্য়ারা কম্য়ান্ডোও এই অভিযানে সহযোগিতা করছে।