Operation Kaveri: সুদান থেকে ফিরতে নাম লেখাল ৩৪০০ জন, জোর কদমে চলছে ‘অপারেশন কাবেরী’

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য লাহিড়ী

Apr 27, 2023 | 7:47 PM

Operation Kaveri day 4: বৃহস্পতিবার বিকেলে যুদ্ধ-বিধ্বস্ত সুদান থেকে মুম্বই পৌঁছল ভারতীয়দের নাগরিকদের দ্বিতীয় দলটি । 'অপারেশন কাবেরী'র আওতায় ভারতীয় বায়ুসেনার মালবাহী বিমানে এদিন সৌদির রাজধানী জেদ্দা থেকে ২৪৬ জন ভারতীয় দেশে ফিরলেন।

Operation Kaveri: সুদান থেকে ফিরতে নাম লেখাল ৩৪০০ জন,  জোর কদমে চলছে অপারেশন কাবেরী
যুদ্ধ-বিধ্বস্ত সুদান থেকে মুম্বই পৌঁছল ভারতীয়দের নাগরিকদের দ্বিতীয় দলটি

Follow Us

মুম্বই: বৃহস্পতিবার বিকেলে যুদ্ধ-বিধ্বস্ত সুদান থেকে মুম্বই পৌঁছল ভারতীয়দের নাগরিকদের দ্বিতীয় দলটি । ‘অপারেশন কাবেরী’র আওতায় ভারতীয় বায়ুসেনার মালবাহী বিমানে এদিন সৌদির রাজধানী জেদ্দা থেকে ২৪৬ জন ভারতীয় দেশে ফিরলেন। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর টুইট করে জানিয়েছেন, “অপারেশন কাবেরির আরেকটি উড়ান মুম্বইয়ে এসে পৌঁছেছে। আরও ২৪৬ জন ভারতীয় মাতৃভূমিতে ফিরে এসেছেন”। বুধবার, ৩৬০ ভারতীয়র প্রথম দলটি এসে পৌঁছেছিল নয়া দিল্লিতে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, সুদানে চলমান গৃহযুদ্ধের মধ্যে অপারেশন কাবেরীর অধীনে এখনও পর্যন্ত প্রায় ১,১০০ ভারতীয়কে উদ্ধার করা হয়েছে। ৭২ ঘণ্টার যুদ্ধবিরতির মধ্যে সকল ভারতীয় নাগরিককে গৃহযুদ্ধ বিধ্বস্ত দেশ থেকে উদ্ধার করার জন্য ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ এবং সামরিক মালবাহী বিমানগুলিকে মোতায়েন করা হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুসারে, বেশিরভাগ সংঘর্ষই ঘটছে সুদানের ঘনবসতিপূর্ণ এলাকাগুলিতে। ফলে, অসামরিক নাগরিকদের উপর বড় প্রভাব পড়ছে এই যুদ্ধের। গত সপ্তাহে সংঘর্ষের মধ্যে পড়ে, একটি বুলেটের আঘাতে মৃত্যু হয়েছিল কেরলের প্রাক্তন সেনাকর্মী অ্যালবার্ট অগাস্টিনের। তাঁর পরিবারকে ভারতে ফিরিয়ে আনা হয়েছে। কিন্তু নিহত অ্যালবার্টের দেহ এখনও সুদানের রাজধানী খার্তুমেই রয়েছে। বিদেশ সচিব বিনয় কোয়াত্রা জানিয়েছেন, প্রায় ৩,৫০০ ভারতীয় এবং ১,০০০ ভারতীয় বংশোদ্ভূত সুদানে আটকে আছেন। তিনি আরও জানিয়েছেন, এখনও পর্যন্ত ভারত সরকারের অনলাইন নিবন্ধন প্রক্রিয়ায় প্রায় ৩,৪০০ জন ভারতীয় সুদান ছাড়তে চেয়ে নাম লিখিয়েছেন।


বৃহস্পতিবার, চতুর্থ দিনে পড়েছে ‘অপারেশন কাবেরি’। এদিন আরও প্রায় ১৭০০ থেকে ২০০০ ভারতীয়কে যুদ্ধবিধ্বস্ত এলাকাগুলি থেকে সরিয়ে নিয়ে পোর্ট সুদান অথবা জেদ্দায় নিয়ে যাওয়া হয়েছে। বিদেশ সচিব আরও জানিয়েছেন, শুধু ভারতীয় নাগরিকদেরই নয়, বিদেশী নাগরিকদেরও নিরাপদে সরিয়ে নিয়ে যেতে ইচ্ছুক ভারত। তবে এই ক্ষেত্রে বিশেষ প্রক্রিয়া পূরণ করতে হবে। কারণ এই উদ্ধার অভিযানে জড়িত রয়েছে একটি তৃতীয় মধ্যস্থতাকারী দেশ। বস্তুত, শ্রীলঙ্কা-সহ বেশ কয়েকটি দেশই সুদান থেকে ভারত তাদের নাগরিকদের নিরাপদ এলাকায় সরিয়ে নিয়ে যেতে ভারতের সাহায্য চেয়েছে। এদিকে, সুদানে আটকে পড়া ভারতীয়দের সেই দেশ থেকে সরিয়ে নিয়ে আসার বিষয়ে সৌদি আরবের সহায়তার জন্য সৌদি কর্তৃপক্ষকে কৃতজ্ঞতা জানিয়েছে ভারত।

Next Article