Bhagwant Mann : ‘বিমান থেকে নামিয়ে দেওয়া হয় মত্ত মানকে’, অভিযোগ বিরোধীদের, আপের দাবি, ‘ভুল প্রচার’

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Sep 19, 2022 | 6:45 PM

Bhagwant Mann : মানের জার্মানি সফর থেকে ফেরা নিয়ে বিতর্ক দানা বেঁধেছে। বিরোধীরা অভিযোগ করেছেন, তিনি মত্ত থাকার কারণে তাঁকে বিমান থেকে নামিয়ে দেওয়া হয়েছে।

Bhagwant Mann : বিমান থেকে নামিয়ে দেওয়া হয় মত্ত মানকে, অভিযোগ বিরোধীদের, আপের দাবি, ভুল প্রচার
ফাইল ছবি (প্রতীকী ছবি : PTI)

Follow Us

চণ্ডীগঢ় : রাজ্যের জন্য বিনিয়োগ আনতে সম্প্রতি জার্মানি গিয়েছিলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। কিন্তু তাঁর সেই সফর থেকে দেশে ফেরা নিয়ে বিতর্ক দানা বেঁধেছে বিস্তর। তাঁর এই সফর ঘিরে সুর চড়িয়েছেন বিরোধীরা। বিরোধী শিরোমণি অকালি দলের প্রধান সুখবীর সিং বাদল অভিযোগ করেছেন, ভগবন্ত মান অত্যধিক মত্ত অবস্থায় তাঁকে বিমান থেকে নামিয়ে দেওয়া হয়েছে। তাঁর জন্য দেরি হয়েছে বিমানের। তিনি বিশ্বের দরবারে পঞ্জাবিদের মাথা নিচু করে দিয়েছেন বলেও অভিযোগ করেছেন বিরোধীরা।

আট দিনের সফরে জার্মানি গিয়েছিলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। রবিবার ফ্র্যাঙ্কফার্ট থেকে দুপুর ১ টা ৪০ এর বিমানে ফেরার কথা ছিল তাঁর। কিন্তু সেই বিমান ছাড়তে দেরি হয়। দীর্ঘক্ষণ অপেক্ষার পর বিকেল ৪ টে ৩০ মিনিটে সেই বিমান যাত্রা শুরু করে। জানা যায়, তাই ওই বিমানে না ফিরে মান সোমবার সকালের বিমানে ওঠেন। তাঁর এই একদিন পরে দিল্লিতে ফেরা নিয়েই সুর চড়িয়েছেন বিরোধীরা। তাঁরা জানিয়েছেন, মান মত্ত থাকার কারণে তাঁকে বিমান থেকে নামিয়ে দেওয়া হয়েছে। টুইট করে শিরোমণি অকালি দলের প্রধান সুখবীর সিং বাদল টুইটে লেখেন, ‘একটি বিরক্তিকর ঘটনা প্রকাশ্যে এসেছে। সহ-যাত্রীদের উদ্ধৃত করে মিডিয়া রিপোর্টে বলা হয়েছে,পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে লুফৎহানসা ফ্লাইট থেকে নামিয়ে দেওয়া হয়েছিল। কারণ তিনি এতটাই মত্ত ছিলেন যে হাঁটতে পর্যন্ত পারছিলেন না। এর জেরে উড়ানটির যাত্রা শুরু করতে ৪ ঘণ্টা দেরি হয়। এই প্রতিবেদনগুলি সারা বিশ্বে পঞ্জাবিদের লজ্জাজনক পরিস্থিতিতে ফেলে দিয়েছে।’

দিল্লিগামী লুফৎহানসা উড়ানের এক যাত্রীকে উদ্ধৃত করে একটি সংবাদ প্রতিবেদন টুইট করেছে কংগ্রেসও। কংগ্রেসের তরফে টুইটে লেখা হয়েছে, ‘বড় লজ্জা! মত্ত ছিলেন বলে তাঁকে বিমান থেকে নামিয়ে দেওয়া হয়েছে।’ সেই সহযাত্রী জানিয়েছেন, ‘মান এতটাই মদ্যপান করেছিলেন যে তিনি নিজের পায়ে দাঁড়াতে পারছিলেন না।’ এদিকে আপ লুফৎহানসার বিবৃতি উল্লেখ করে জানিয়েছে, এয়ারক্রাফটের পরিবর্তনের কারণে নির্ধারিত সময়ের কিছু পরে ছেড়েছে ওই উড়ানটি। আপের মুখপাত্র মলবিন্দর সিং কাং বলেছেন, ‘সূচি অনুযায়ীই ১৯ সেপ্টেম্বর ফিরেছেন মুখ্যমন্ত্রী। সোশ্যাল মিডিয়ায় এই প্রতিবেদনগুলো কেবলমাত্র মিথ্যে প্রচার। বিরোধীরা বিচলিত কারণ মান তাঁর এই বিদেশ সফর থেকে বেশ কিছু বিনিয়োগ নিয়ে আসতে পেরেছেন…লুফৎহানসা এয়ারলাইনসে গিয়ে দেখতে পারেন।’

Next Article