‘রুদ্ধশ্বাস জয়’, দুপুর গড়াতেই মমতাকে শুভেচ্ছায় ভাসালেন শরদ-অরবিন্দ-অখিলেশরা
বিজেপি ৯০ পেরোতে পারেনি। বাংলা থেকে কার্যত ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে বাম-কংগ্রেস। লাভ হয়নি আব্বাস সিদ্দিকির হাত ধরেও
কলকাতা: আর কোনও সন্দেহ নেই, সংশয়ও নেই বললেই চলে। ফের একবারে রাজ্যে ঘাসফুল ফোটা কার্যত নিশ্চিত হতে চলেছে বলে মনে করা হচ্ছে। নন্দীগ্রামে প্রাথমিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় পিছিয়ে থাকলেও ১১ রাউন্ড ভোটগণনার পর ফের তিনি এগিয়ে গিয়েছেন। অন্যদিকে, ভোট হওয়া ২৯২ টি বিধানসভা কেন্দ্রের মধ্যে এই প্রতিবেদন লেখার সময় ২০৫ টি আসনেই এগিয়ে রয়েছে তৃণমূল। বিজেপি ৯০ পেরোতে পারেনি। বাংলা থেকে কার্যত ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে বাম-কংগ্রেস। লাভ হয়নি আব্বাস সিদ্দিকির হাত ধরেও।
দেওয়াল লিখনটা কার্যত পরিষ্কার হয়ে যেতেই তৃণমূল নেত্রীকে একের পর এক শুভেচ্ছা বার্তা দেওয়া শুরু করেছেন বিরোধী নেতারা। এনসিপি প্রধান শরদ পাওয়ার থেকে শুরু করে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, সপা নেতা অখিলেখ যাদব থেকে শুরু করে হার্দিক প্যাটেল। সকলেই ঢালাও শুভেচ্ছা জানিয়েছেন নেত্রীকে।
মমতা শুভেচ্ছাবার্তায় ভাসিয়ে শরদ পাওয়ার টুইটে লেখেন, “মমতাকে তাঁর অভাবনীয় জয়ের শুভেচ্ছা জানাই। আসুন আমরা জনকল্যাণে সম্মিলিতভাবে মহামারি মোকাবিলার দিকে আমাদের কাজ চালিয়ে যাই।”
Congratulations @MamataOfficial on your stupendous victory! Let us continue our work towards the welfare of people and tackling the Pandemic collectively.
— Sharad Pawar (@PawarSpeaks) May 2, 2021
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল বাংলা বিধানসভা নির্বাচনের ফলাফলকে একপেশে বলে আখ্যা দিয়েছেন। তিনি মমতাকে শুভেচ্ছা জানিয়ে লেখেন, “রুদ্ধশ্বাস করার মতো লড়াই। এই একপেশে জয়ের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা জানাই। বাংলার মানুষকে শুভেচ্ছা জানাতে চাই।”
प. बंगाल में भाजपा की नफ़रत की राजनीति को हराने वाली जागरुक जनता, जुझारू सुश्री ममता बनर्जी जी व टीएमसी के समर्पित नेताओं व कार्यकर्ताओं को हार्दिक बधाई!
ये भाजपाइयों के एक महिला पर किए गए अपमानजनक कटाक्ष ‘दीदी ओ दीदी’ का जनता द्वारा दिया गया मुँहतोड़ जवाब है।
# दीदी_जिओ_दीदी pic.twitter.com/wlnUmdfMwA
— Akhilesh Yadav (@yadavakhilesh) May 2, 2021
তৃণমূল সুপ্রিমোকে শুভেচ্ছায় ভাসিয়েছেন উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবও। টুইট করে তিনি লিখেছেন, “পশ্চিমবঙ্গের বিজেপির হিংসার রাজনীতিকে পরাস্ত করার জন্য রাজ্যের জনগণ এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে আন্তরিক শুভেচ্ছা। এক মহিলার উপর করা দিদি ও দিদি কটাক্ষের মুখের মতো জবাব দিয়েছে বাংলার জনতা।”
Congratulations @MamataOfficial didi for landslide victory. What a fight!
Congratulations to the people of WB
— Arvind Kejriwal (@ArvindKejriwal) May 2, 2021