Opposition Meeting: প্রধানমন্ত্রিত্বের দৌড়ে থাকবে না কংগ্রেস, বৈঠকে জানালেন খাড়্গে: সূত্র

সৌরভ গুহ | Edited By: Soumya Saha

Jul 18, 2023 | 3:14 PM

Congress in Opposition Meet: সূত্রের খবর, বেঙ্গালুরুর বিরোধী বৈঠকে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে বলেছেন, 'ক্ষমতায় আসা নিয়ে বা প্রধানমন্ত্রিত্বের পদ পাওয়া নিয়ে কংগ্রেসের কোনও আগ্রহ নেই। এই বৈঠকে আমাদের একমাত্র উদ্দেশ্য হল বিরোধী শক্তিগুলির হাত মজবুত করা।'

Opposition Meeting: প্রধানমন্ত্রিত্বের দৌড়ে থাকবে না কংগ্রেস, বৈঠকে জানালেন খাড়্গে: সূত্র
বেঙ্গালুরুর বৈঠকে মমতা-রাহুল
Image Credit source: Twitter

Follow Us

বেঙ্গালুরু: ২০২৪ সালের লোকসভা নির্বাচনের নীলনকশা তৈরি করতে বেঙ্গালুরুতে বৈঠকে বসেছে অবিজেপি দলগুলি। পটনায় ছিল ১৫টি দল। আর বেঙ্গালুরুতে ২৬টি দল যোগ দিয়েছে মেগা বৈঠকে। আর এরই মধ্যে সূত্র মারফত জানা যাচ্ছে, প্রধানমন্ত্রিত্বের দাবি থেকে সরে দাঁড়িয়েছে কংগ্রেস। সংবাদসংস্থা এএনআই সূত্রে এমনই জানা যাচ্ছে। সূত্রের খবর, বেঙ্গালুরুর বিরোধী বৈঠকে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে বলেছেন, ‘ক্ষমতায় আসা নিয়ে বা প্রধানমন্ত্রিত্বের পদ পাওয়া নিয়ে কংগ্রেসের কোনও আগ্রহ নেই। এই বৈঠকে আমাদের একমাত্র উদ্দেশ্য হল বিরোধী শক্তিগুলির হাত মজবুত করা। সংবিধান ও গণতন্ত্রকে রক্ষা করা।’ কংগ্রেস সভাপতির এই বক্তব্য ঘিরেই জোর গুঞ্জন ছড়িয়েছে রাজনৈতিক মহলে।

সূত্র মারফত আরও জানা যাচ্ছে, সনিয়া গান্ধীকেই বিরোধী জোটের চেয়ারপার্সন করার পক্ষে সওয়াল তুলেছে আরজেডি ও ডিএমকে শিবির। মঙ্গলের মেগা বৈঠকে প্রধানমন্ত্রিত্বের দৌড় থেকে কংগ্রেসের সরে দাঁড়ানোর এই পদক্ষেপ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। আজকের বৈঠক থেকে ইউপিএ জোটের নামকরণও বদল হতে পারে বলে খবর। বৈঠক শেষে বিকেলে সাংবাদিক বৈঠক করার কথা বিরোধী দলগুলির। সেখানে আজকের বৈঠক থেকে উঠে আসা অভিন্ন ন্যূনতম কর্মসূচির ঘোষণা করতে পারে দলগুলি। শোনা যাচ্ছে দিল্লিতে জোটের একটি অফিসও খোলা হতে পারে। আর এরই মধ্যে সূত্র মারফত খবর, বৈঠকে খাড়্গে বলেছেন কংগ্রেস প্রধানমন্ত্রিত্বের দাবিদার হবে না।

উল্লেখ্য, এর আগে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে অতীতে একাধিকবার কংগ্রেসের অন্দরে রাহুল গান্ধীর ভূয়সি প্রশংসা করেছেন। আজকের দিনে কংগ্রেসের মুখ যে রাহুল গান্ধীই, তাও বিভিন্ন সময়ে সাম্প্রতিক অতীতে বোঝানোর চেষ্টা করেছেন তিনি। এদিকে আম আদমি পার্টি, তৃণমূল কংগ্রেস-সহ একাধিক বিরোধী রাজনৈতিক দলের আবার রাহুল গান্ধী প্রসঙ্গে একটি রক্ষণাত্মক অবস্থান রয়েছে। এরই মধ্যে বিরোধী বৈঠকে কংগ্রেসের এই প্রধানমন্ত্রিত্বের দাবি থেকে সরে দাঁড়ানোর প্রস্তাব ঘিরে গুঞ্জন ছড়িয়েছে।

Next Article